আরেকটি সহজ জয়ের খোঁজে মারিয়ার দল

অনুশীলনে বাংলাদেশের মেয়েরা।টানা দুটি ম্যাচ জিতে আগুনে ফর্মে বাংলাদেশ। বাহরাইনকে ১০-০ ও লেবাননকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে স্বাগতিকরা। এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবলে মেয়েদের বাছাই পর্বে আজ তৃতীয় ম্যাচে প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত। তাদের বিপক্ষেও বড় জয়ের এই ধারা ধরে রাখতে চাইছেন কোচ গোলাম রব্বানী ছোটন। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে বিকাল সাড়ে তিনটায় হবে এই ম্যাচটি।

প্রথম দুটি ম্যাচ বড় ব্যবধানে জিতে বাংলাদেশের আত্মবিশ্বাস উঁচুতে। প্রতিপক্ষ যেই আসুক না কেন আধিপত্য ধরে রাখার মিশনে লাল-সবুজের দল। শুক্রবারও সহজ জয়ের খোঁজে মারিয়ারা। তবে আরব আমিরাতকে শক্ত প্রতিপক্ষ হিসেবেই দেখছেন বাংলাদেশ দলের কোচ গোলাম রব্বানী ছোটন, ‘এখন পর্যন্ত মেয়েদের খেলায় আমি সন্তুষ্ট। আমার কাছে সব দলই শক্তিশালী। আরব আমিরাতও কঠিন প্রতিপক্ষ। আমরাও লড়াইয়ের জন্য প্রস্তুত। আমার ভাবনায় শুধুই জয়।’

এএফসি অনূর্ধ্ব-১৬ আসরে গতবার তাদের বিপক্ষে ৪-০ গোলে জিতেছিল বাংলাদেশ। সেই ম্যাচ থেকেই প্রেরণা নিচ্ছেণ বাংলাদেশ কোচ, ‘গত আসরে জিতেছি। এবারও হারাতে পারব বলে আশা করি। আমি এই মেয়েদের নিয়ে খুবই আত্মবিশ্বাসী। প্রতিটি পজিশনে সবাই নিজেদের প্রমাণ করেছে। আমাদের সাইড বেঞ্চও শক্তিশালী। আশা করি আরব আমিরাতের বিপক্ষে বড় জয় পাব।’

৬ পয়েন্ট করে তিন দলের। বাংলাদেশ ও ভিয়েতনামের চেয়ে অবশ্য লেবানন এক ম্যাচ বেশি খেলেছে। তাই স্বাগতিকরা চাইছে তৃতীয় ম্যাচ জিতে এগিয়ে যেতে। কোচের কথাতে তা পরিষ্কার, ‘আরব আমিরাত আগের চেয়ে শক্তিশালী। তাদের খেলার ধরণেও পরিবর্তন এসেছে। সবকিছু মিলিয়ে আমি মনে করি ম্যাচটা সহজ হবে না। তবে আমাদের মেয়েরাও প্রস্তুত। নিজেদের শতভাগ মেলে ধরতে উন্মুখ হয়ে আছে তারা।’