ভাগ্য বদলাচ্ছে না স্মিথ-ওয়ার্নারদের

ক্লাব ম্যাচ খেলার সময়ে স্মিথ-ওয়ার্নার।নতুন কাঠামোগত পর্যবেক্ষণ প্রকাশের পরও ভাগ্য বদল হয়নি স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফটের। নিষেধাজ্ঞা কমছে না বল টেম্পারিংয়ে শাস্তি প্রাপ্তদের।

সোমবার অতিরিক্ত সভায় মিলিত হয় ক্রিকেট অস্ট্রেলিয়া। সেখানে পূর্বের শাস্তি বহাল রাখার পক্ষে রায় দিয়েছে বোর্ড। পূর্বের শাস্তি অনুসারে স্মিথ ও ওয়ার্নার নিষিদ্ধ থাকবেন ১২ মাস। আর ব্যানক্রফটের ৯ মাসের নিষেধাজ্ঞার শাস্তি বহাল থাকছে। তার মানে স্মিথ ও ওয়ার্নার আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে নিষিদ্ধ থাকছেন ২০১৯ সালের মার্চ পর্যন্ত। আর ব্যানক্রফট ফিরতে পারবেন ডিসেম্বরের পর।

মূলত অস্ট্রেলিয়ার পেশাদার ক্রিকেটারদের সংগঠন এসিএ’র ধারাবাহিক চাপের কারণে বার বার এ নিয়ে সভায় বসতে হয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়াকে। তাতে দলসহ দোষী তিন ক্রিকেটারের ওপর চাপ বাড়ছে বলে মনে করে বোর্ড। এমন কথা জানালেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আর্ল এডিংস, ‘আমরা মনে করি চলমান আলোচনায় তিন ক্রিকেটার ও পুরো দলের ওপর চাপ তৈরি করছে। তাই ক্রিকেট অস্ট্রেলিয়া এই মুহূর্তে নিষেধাজ্ঞা কমানোর কোনও সিদ্ধান্ত নিচ্ছে না।’

এমন সিদ্ধান্ত বহাল থাকলে ব্যানক্রফট ফেরার সুযোগ পাবেন সবার আগে। খুব সম্ভব জানুয়ারির শেষ দিকে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে ফেরার সুযোগ পেতে পারেন। অপর দিকে স্মিথ ও ওয়ার্নারকে বিশ্বকাপের আগে এপ্রিল পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে।