কেন ঘরোয়া ক্রিকেটে নেই ধোনি-ধাওয়ান?

iআন্তর্জাতিক বিরতিতে থাকলেও মহেন্দ্র সিং ধোনি ও শিখর ধাওয়ান খেলছেন না ঘরোয়া ক্রিকেট। ক্রিকেটে ধারাবাহিক ছন্দে থাকতে হলে থাকতে হয় খেলার মাঝে। ক্রিকেটীয় দর্শনটা যখন এমন চিরায়ত; তখন এই দুই তারকার এমন সিদ্ধান্তটাকে ভালো চোখে নিচ্ছেন না সাবেক ভারতীয় অধিনায়ক সুনীল গাভাস্কার। সরাসরি ভারতীয় ক্রিকেট বোর্ডকে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন-কেন নির্বাচকরা এমনটি করতে অনুমতি দিচ্ছেন?

সামনেই ওয়ানডে বিশ্বকাপ। এছাড়া আন্তর্জাতিক অঙ্গনে খুব ব্যস্ত সময় কাটাতে হবে ভারতকে। দলের কথা মাথায় রেখেই গাভাস্কারের প্রশ্ন, ‘আমাদের ধোনি আর ধাওয়ানকে প্রশ্ন করার কিছু নেই। আমাদের প্রশ্ন করা উচিত ভারতীয় ক্রিকেট বোর্ড আর নির্বাচকদের- কেন তারা খেলোয়াড়দের ঘরোয়া ক্রিকেট এড়িয়ে চলার অনুমতি দিচ্ছেন। বিশেষ করে তারা যখন জাতীয় দলের হয়ে খেলছেন না।’

ধাওয়ান অবশ্য আসন্ন অস্ট্রেলিয়া সিরিজের টেস্ট দলের সদস্য নন। বর্তমানে আছেন মেলবোর্নে। মৌসুমের বাইরে অবশ্য এখানেই সময় কাটান। অপর দিকে ধোনি টেস্ট থেকে অবসরে গেছেন ২০১৪ সালে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর পর রয়েছেন বিরতিতে। অথচ ক্যারিবীয়দের বিপক্ষে টি-টোয়েন্টি ফরম্যাটে বাদ পড়েন দল থেকে। ২০০৪ সালের পর এবারই প্রথম এমন ভাগ্য বরণ করতে হয়েছে তাকে।

এই অবস্থায় তার সামনের সম্ভাব্য অ্যাসাইনমেন্ট অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ।  তেমনটি হলে খেলার মাঝে না থেকেই মাঠে নামবেন। এমন দীর্ঘ বিরতিকে নেতিবাচক হিসেবে মনে করছেন গাভাস্কার, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে ধোনি কোনও টি-টোয়েন্টি খেলেনি। তার আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও টেস্ট খেলা হয়নি। এমনকি অস্ট্রেলিয়ার বিপক্ষেও টেস্ট খেলা হবে না। সেই হিসেবে সে খেলেছে অক্টোবরে। আর সামনে খেলবে জানুয়ারিতে। যেটা বিশাল বড় একটা বিরতি। তাহলে সামনের অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজে যদি সে ভালো না করে তাহলে তার বিশ্বকাপ দলে থাকা নিয়ে আরও প্রশ্ন উঠবে।’

এই অবস্থায় ভারতীয় দলকে উন্নতি করতে হলে গাভাস্কার মনে করেন, ‘ভারতীয় দলকে উন্নতি করতে হলে তাদের ফর্মের দিকে লক্ষ্য রাখতে হবে। আর তেমনটি করতে হলে ক্রিকেট খেলার বিকল্প নেই।’