মাইলফলকের ম্যাচে মাশরাফির শিকার ব্রাভো-হোপ

280588

বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাট করছে ওয়েস্ট ইন্ডিজ। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ক্যারিবীয়দের সংগ্রহ ৩ উইকেটে ২৫ ওভারে ৭৮ রান। ব্যাট করছেন হেটমায়ার (০) ও মারলন স্যামুয়েলস (৩)।

ওয়েস্ট ইন্ডিজ টস জিতে ব্যাটিং নিলেও তাদের রণ কৌশলে চমকে দিয়েছে বাংলাদেশ। শুরুতে দুই প্রান্ত থেকে স্পিন দিয়ে শুরু করেন মাশরাফি। মেহেদী হাসান মিরাজ ও সাকিব আল হাসান শুরু করেন শুরুটা। চাপে ফেলে দেওয়ার কৌশলে শুরুতে সফলতাও দেখান। সফরকারীদের ধীর-স্থির শুরুতে ষষ্ঠ ওভারে সাকিব এলবিডাব্লিউর আবেদন করেছিলেন। কিন্তু তা আম্পয়ার নাকচ করে দেন।

অষ্টম ওভারে বাংলাদেশকে সফলতা এনে দেন সাকিব। তার বলে ঠিকমতো ব্যাটে বলে সংযোগ ঘটাতে পারেননি পাওয়েল। মেরে খেলতে গিয়ে বল আউট সাইড এজ হয়ে জমা পড়ে কাভারে থাকা রুবেল হোসেনের কাছে। পাওয়েল বিদায় নেন ১০ রানে।  

৯ ওভার পর পেসার দিয়ে শুরু করে বাংলাদেশ। ক্যারিবীয়দের শুরুর ধাক্কা কাটিয়ে ওঠার পথে ১৬তম ওভারে ক্যাচের সহজ সুযোগ তৈরি করেছিলেন মোস্তাফিজ। ব্রাভো ক্যাচ তুলে দিয়েছিলেন ব্যাকওয়ার্ড পয়েন্টে থাকা আরিফুলের কাছে। সুবর্ণ সেই সুযোগ হাতছাড়া করেন তিনি।

তবে তামিম ইকবাল ভুল করেননি ২১তম ওভারে। মাশরাফির বলে ড্যারেন ব্রাভো উঠিয়ে মারলে সেই ক্যাচ ডাইভ দিয়ে দর্শনীয়ভাবে লুফে নেন বাঁহাতি ওপেনার। প্রায় দুই বছর পর ফেরা ব্রাভো ফেরেন ১৯ রান করে।  

বিরতি দিয়ে ২৫তম ওভারে আবারও আঘাত হানেন মাশরাফি। শরীরের ভারসাম্য না রেখে বাইরের বল খেলতে গিয়ে শাই হোপ ধরা পড়েন মিরাজের হাতে। ধীর স্থির খেলা এই ওপেনার বিদায় নেন ৪৩ রান করে।  

মাশরাফি বিন মুর্তজার রেকর্ড ম্যাচ আজকের এই ওয়ানডে। আজকে দুইশোতম ওয়ানডে খেলতে নেমেছেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক।