আজ সাইপ্রাসের মুখোমুখি বাংলাদেশ

বাংলাদেশের অনুশীলন।উয়েফার মিনি টুর্নামেন্ট প্রজেক্টের অধীনে থাইল্যান্ডের বুড়িনামে শুরু হতে যাচ্ছে চার জাতির ফুটবল টুর্নামেন্ট। এই প্রতিযোগিতায় প্রথমবারের মতো অংশ নিচ্ছে বাংলাদেশ। লাল-সবুজ দলটির প্রতিপক্ষ সাইপ্রাস, মালদ্বীপ ও স্বাগতিক থাইল্যান্ড। আজ উদ্বোধনী দিনে বাংলাদেশ মুখোমুখি হতে যাচ্ছে সাইপ্রাসের। সোমবার বাংলাদেশ সময় বিকাল ৩টায় শুরু হবে এই ম্যাচটি।

ইউরোপীয় কোন দলের বিপক্ষে বাংলাদেশের খেলার অভিজ্ঞতা নেই বললেই চলে। আজ  নতুন অভিজ্ঞতা নিতে যাচ্ছে কিশোর ফুটবলাররা। সম্প্রতি নেপালে সাফের আসর জিতে মেহেদী-উচ্ছ্বাসরা বেশ ফুরফুরে মেজাজে আছে। থাইল্যান্ডের আসরেও ইতিবাচক ফল করার দিকে দৃষ্টি তাদের।

বাংলাদেশ কোচ মোস্তফা আনোয়ার পারভেজের লক্ষ্যও তেমন। বুড়িনামে পৌঁছে দল অনুশীলনও করেছে। স্থানীয় আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা খেলোয়াড়দের মধ্যে। কোচ প্রস্তুতি নিয়ে জানালেন, ‘এখানে এসে আমাদের খেলোয়াড়রা অনুশীলন করেছে। এখানকার মাঠ ও আবহাওয়া সম্পর্কে তাদের ধারণা হয়েছে। আশা করছি আমরা ভালো খেলতে পারবো।’

প্রতিপক্ষ নিয়ে তার কথা, ‘সাইপ্রাস ইউরোপের দল। সংবাদ সম্মেলনে জানতে পারলাম, তারা ইউরোপের বেশ কয়েকটি দলের সঙ্গে ম্যাচ খেলে এসেছে। তারপরেও আমরা লড়াই করবো। দেখা যাক কী হয়।’

কোচের মতো অধিনায়ক মেহেদী হাসানও ভালো কিছু করতে প্রত্যয়ী, ‘আজকে আমাদের অনুশীলন ভালো হয়েছে। আশা করছি আবহাওয়া সমস্যা হবে না। সাইপ্রাস সম্পর্কে আমরা অবগত আছি। তাদের ভিডিও দেখেছি, খেলার ধরন দেখে আমরা মাঠে নামবো। যদি কোচের নির্দেশনা অনুযায়ী মাঠে নিজেদের খেলাটা দেখাতে পারি তাহলে ভালো ফল হবে।’

বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ১২ ডিসেম্বর থাইল্যান্ড ও তৃতীয় ম্যাচ ১৪ ডিসেম্বর মালদ্বীপের বিপক্ষে। এই আসরে সর্বোচ্চ পয়েন্টধারী দল চ্যাম্পিয়ন হবে।