অ্যাডিলেডে ভারতের ঘাম ঝরানো জয়

শেষ দিকে ভারতকে ভুগিয়েছে অস্ট্রেলিয়াঅ্যাডিলেডে প্রথম টেস্ট জিততে রেকর্ড বইটাকে নতুন করে লিখতো হতো অস্ট্রেলিয়ার। রান তাড়ায় এই ভেন্যুর প্রায় একশো বছর আগের রেকর্ডকে পেছনে ফেলতে ছাড়িয়ে যেতে হতো নিজেদের গড়া রেকর্ডটাকেই। ভারতের ছুড়ে দেওয়া ৩২৩ রানের তাড়ায় রেকর্ডটা অবশ্য আর গড়া হয়নি। লড়াই করে অস্ট্রেলিয়া হেরে গেছে ৩১ রানে।

অস্ট্রেলিয়ার জন্যে যেমন শেষ দিনে ছিলো রেকর্ড ভাবনা। অপর দিকে ২০০৮ সালের পর অজিদের মাটিতে প্রথম টেস্ট জয়ের অপেক্ষায় ছিলো সফরকারীরা। আগের দিন ৪ উইকেট পড়ে যাওয়ার পর এদিনও নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে স্বাগতিকরা।

তবে বিপত্তিটা ঘটে লেজের দিকে। ভারতীয় বোলারদের ঘাম ছুটিয়েছেন।যখনই উইকেট পড়েছে দেয়াল হয়ে দাঁড়িয়ে যাওয়ার চেষ্টায় ছিলেন শেষ দিকের ব্যাটসম্যানরা। এক পর্যায়ে প্রতিষ্ঠিত ব্যাটসম্যানদের বাইরে নাথান লায়ন ও জশ হ্যাজেলউড মিলে লক্ষ্যের কাছাকাছি নিয়ে আসেন দলকে। তখন বিলম্বিত চা পানের বিরতির কাছে ছিলো অস্ট্রেলিয়া। হুমকি হয়ে দাঁড়ানো এই জুটি ভাঙেন রবিচন্দ্রন অশ্বিন। ১৩ রানে ব্যাট করতে থাকা এই ডানহাতি পেসারকে তালুবন্দী করেন লোকেশ রাহুল। তার বিদায়ে অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে গুটিয়ে যায় ২৯১ রানে। স্পিনার লায়ন অপরাজিত ছিলেন ৩৮ রানে।

দ্বিতীয় ইনিংসে জসপ্রিত বুমরাহ, অশ্বিন ও সামি নেন ৩টি করে উইকেট। একটি নেন ইশান্ত শর্মা। ম্যাচসেরা চেতেশ্বর পূজারা।   

এই জয়ে ৪ ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেলো বিরাট কোহলির দল। এমন জয়ে অজিদের মাটিতে দ্বিতীয়বারের মতো টেস্ট সিরিজে এগিয়ে যাওয়ার নজির গড়লো ভারত।