বান্দরবা‌নে দে‌শের উচ্চতম ট্রেইল ম্যারাথন

বগালেকবান্দরবা‌নে অনুষ্ঠিত হলো দেশের উচ্চতম ট্রেইল ম্যারাথন। রুমা উপ‌জেলার বগা‌লে‌কে এর আয়োজন করে কম্পাস ৩৬০ডি‌গ্রি অ্যাড‌ভেঞ্চার ক্লা‌ব ও সেনাবা‌হিনী।




শুক্রবার সকাল ৭টায় বগা‌লেক সেনা ক্যা‌ম্পের সাম‌নে থে‌কে শুরু ক‌রে অ্যাথলেটরা পাহা‌ড়ের বি‌ভিন্ন দুর্গম পথ পা‌ড়ি দি‌য়ে কেওক্রাডং প্রদ‌ক্ষিণ ক‌রে একই স্থা‌নে এসে শেষ ক‌রেন।

আ‌য়োজকরা জানান, প্রথমবা‌রের মতো বান্দরবা‌নের রুমা উপ‌জেলার বগা‌লেক থে‌কে কেওক্রাডং  পর্যন্ত ২১ কিলোমিটার দীর্ঘ পাহাড়ী প‌থে এই ট্রেইল ম্যারাথন অনু‌ষ্ঠিত হ‌য়। এ ট্রেইল ম্যারাথ‌নে দে‌শের বি‌ভিন্ন প্রা‌ন্তের মোট ৪২জন অ্যাথলেট অংশ নেন। এদের ম‌ধ্যে নারী ৯ জন। ট্রেইল ম্যারাথ‌নে ২ ঘণ্টা ১২ মি‌নিট সময় নি‌য়ে প্রথম হন তাম্মাত বিল খ‌য়ের। ২ ঘণ্টা ২১ মি‌নি‌টে দ্বিতীয় হন সাজ্জাদ হো‌সেন, আর ২ ঘণ্টা ৩০মি‌নিটে তৃতীয় হন সজীব আহম্মদ।

প্রতিযোগিতা শেষে বিজয়ী‌দের হাতে পুরস্কার তুলে দেন রুমা ২৭ বেঙ্গ‌লের জোন কমান্ডার লেফটেন্যান্ট ক‌র্নেল মোহাম্মদ শাহ নেওয়াজ (এসইউ‌পি, পিএস‌সি)। এ সময় আরও উপ‌স্থিত ছি‌লেন লেফটেন্যান্ট জা‌হিদ হাসান, বগা‌লেক সেনা ক্যাম্প কমান্ডার ‌মো. নজরুল ইসলাম, কম্পাস ৩৬০ডি‌গ্রি অ্যাড‌ভেঞ্চার ক্লা‌বের প্র‌তিষ্ঠাতা প্রধান মো. ইম‌তিয়াজ প্রমুখ।