রংপুরের বিপক্ষে রাজশাহীর সংগ্রহ ১৩৫

রাজশাহী দ্রুত উইকেট হারালে প্রতিরোধ গড়েন হাফিজঢাকার বিপক্ষে আগের ম্যাচে জয়ের কাছে গিয়েও বঞ্চিত হয়েছে রংপুর রাইডার্স। জয়ের ধারায় ফিরতে এই ম্যাচেও টস জিতে ফিল্ডিং নিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। ধুঁকতে থাকা রাজশাহী কিংস টস হেরে ব্যাট করে ১৩৬ রানের লক্ষ্য দিয়েছে রংপুরকে। তারা সংগ্রহ করেছে ৮ উইকেটে ১৩৫ রান।

শুরুতে ব্যাটিংয়ে নামলেও ব্যাটিংয়ে খুব বেশি আলো ছড়ায়নি রাজশাহী। অধিনায়ক মিরাজ ওপেনিংয়ে নেমে মাশরাফির আঘাতে ফিরে গেছেন দ্বিতীয় ওভারেই। ওপেনার মুমিনুল দুটি বাউন্ডারি মেরে সৌম্য সরকারের সঙ্গী হয়ে স্কোর বোর্ডে কিছু রান তুলেছেন। তবে বেশি বড় হয়নি বাম হাতি এই ওপেনারের ইনিংসটি। ১৪ রানে ফিরে গেছেন সোহাগ গাজীর বলে ক্যাচ দিয়ে।

সৌম্য দুই চার ও এক ছক্কায় আগ্রাসী হওয়ার চেষ্টা করেছিলেন। তাকেও বিদায় দেন মাশরাফি। মোহাম্মদ হাফিজ ধীর গতির ব্যাটিং করেছেন তারপর। ২৯ বলে ২৬ রান করে অভিজ্ঞ এই ব্যাটসম্যান ফিরলে দলের বাকি তারকারা হাত খোলার আগেই বিদায় নিয়েছেন সাজঘরে। শুধু জাকির হাসান ৪২ রানে অপরাজিত থেকে পুঁজি বাড়ানোর দিকে মনোযোগী ছিলেন।

রংপুরের পক্ষে দুটি করে উইকেট নেন মাশরাফি বিন মুর্তজা, ফরহাদ রেজা। একটি করে নেন সোহাগ গাজী ও শফিউল ইসলাম।