X
শনিবার, ১৮ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১

‘বাংলাদেশ দলে থেকে উন্নতি হয়েছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মে ২০২৪, ১৭:০১আপডেট : ০৪ মে ২০২৪, ১৭:০১

খেলার শেষের দিকে এসে রাব্বী হোসেন রাহুলের অসাধারণ এক গোলে ব্রাদার্স ইউনিয়ন প্রথম জয় পেয়েছে। খেলায় যখন ২-২ গোলে সমতা, ঠিক সেসময় রাহুল বাঁ প্রান্ত দিয়ে দুই ডিফেন্ডারকে ডজ দিয়ে বক্সে ঢুকে জায়গা করে নেন। তারপর আগুয়ান গোলকিপার ও এক ডিফেন্ডারের মাঝ দিয়ে তার বুদ্ধিদ্বীপ্ত প্লেসিংয়ের গোলটি দর্শকদের চোখকে দারুণ আরাম দিয়েছে। প্রিমিয়ার লিগে গোপিবাগের দলটি এমন জয়ের পর এখন রেলিগেশন এড়ানোর স্বপ্ন দেখছে। আর রাহুল পেয়েছেন এগিয়ে যাওয়ার প্রেরণা।

প্রিমিয়ার লিগে প্রথম পর্ব থেকে রাহুল নিজেকে চিনিয়ে যাচ্ছিলেন। ব্রাদার্সের হয়ে গোল করেছেন বসুন্ধরা কিংস, আবাহনী লিমিটেড, শেখ রাসেল ক্রীড়াচক্র ও ফর্টিসের মতো দলের বিপক্ষে। ফিরতি পর্বে ষষ্ঠ গোল করে নিজের মুন্সিয়ানা দেখিয়েছেন যশোরের বেনাপোলের ভবারবেড় গ্রামে জন্ম নেওয়া ফুটবলার।

নিজেদের শেষ ম্যাচে শেখ জামালের বিপক্ষে অন্তিম মুহূর্তে গোল করে রাহুল বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমার আত্ববিশ্বাস ছিল ভালো খেলতে পারলে জয় আসবেই। আগেও আমরা ভালো পারফরম্যান্স করেছিলাম। কিন্তু ভাগ্য সহায় হয়নি। এবার সবাই মিলে বাড়তি পরিশ্রম করে সাফল্য পেয়েছি। সবাই আমরা খুশি।’

রাহুলের নিজের উন্নতির পেছনে জাতীয় দলের অনুশীলনটা বেশ কাজে দিয়েছে বলে জানালেন। বিশ্বকাপ বাছাইপর্বে ফিলিস্তিনের বিপক্ষে ২৮ সদস্যের বাংলাদেশের প্রাথমিক দলে এই ফরোয়ার্ড সুযোগ পেয়েছিলেন। সৌদি আরবে হাভিয়ের কাবরেরার অধীনে অনুশীলনে ছিলেন। ছিলেন কুয়েতের বিপক্ষে স্কোয়াডে। ঢাকাতেও এর ব্যতিক্রম হয়নি।

তাই রাহুল বলছিলেন, ‘আসলে বসুন্ধরা কিংসের হয়ে অনুশীলনে শুরুতে আমার আত্মবিশ্বাস বাড়তে থাকে। তখন থেকে শেখা শুরু। এরপর বাংলাদেশ জাতীয় দলের অনুশীলনে থেকে অনেক উন্নতি হয়েছে। অনেক কিছু শিখেছি। আত্মবিশ্বাস আগের চেয়ে অনেক বেড়েছে। তারই প্রতিফলন ঘরোয়া ফুটবলে দেখতে পাচ্ছেন।’

এই ম্যাচে ১৮ বছর বয়সী রাহুল অনেক কিছুই পেয়েছেন। ৭০ মিনিটে কিংসলে মাঠ থেকে উঠে যাওয়ার পর অধিনায়কত্বের আর্মব্যান্ড তার কাঁধে চেপেছিল। তার গোলে দল জিতেছে। হয়েছেন ম্যাচসেরা। রাহুল তাই উচ্ছ্বসিত, ‘আমি এই ম্যাচে অনেক কিছুই পেয়েছি। অনেক স্বপ্ন ছিল গোল করে দলকে জেতাবো। ম্যাচসেরা হবো। অধিনায়কত্ব করবো। আল্লাহ এই ম্যাচ দিয়ে সব পূরণ করেছেন।’

এই ম্যাচে জয়ের পর গোপিবাগের দলটি উজ্জীবিত। স্বপ্ন দেখছে রেলিগেশন এড়ানোর। ৬ পয়েন্ট নিয়ে তলানিতে আছে দলটি। রাহুলের নিজের কথাতে পরিষ্কার সেটা, ‘আমরা ভালো খেলেও আগে জয় পাইনি। এই ম্যাচে জয় পেয়েছি। এখন সামনে ভালো করতে পারলে  রেলিগেশন এড়ানো যাবে। আশা করছি সবাই মিলে তা পারবো।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজধানীতে ছিটেফোঁটা বৃষ্টি, কমলো তাপমাত্রা
রাজধানীতে ছিটেফোঁটা বৃষ্টি, কমলো তাপমাত্রা
এবার যুক্তরাষ্ট্রের লিগে রাসেল, রয়দের দলে সাকিব
এবার যুক্তরাষ্ট্রের লিগে রাসেল, রয়দের দলে সাকিব
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে
টিভিতে আজকের খেলা (১৮ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৮ মে, ২০২৪)
সর্বাধিক পঠিত
অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসির
অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসির
ত্বক তারুণ্যদীপ্ত দেখানোর ৮ টিপস 
ত্বক তারুণ্যদীপ্ত দেখানোর ৮ টিপস 
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
কাশ্মির সীমান্তের দুই দিকে বিপরীত দুই দৃশ্য
কাশ্মির সীমান্তের দুই দিকে বিপরীত দুই দৃশ্য
ইসরায়েলগামী অস্ত্রের জাহাজ নোঙর করতে দেয়নি স্পেন
ইসরায়েলগামী অস্ত্রের জাহাজ নোঙর করতে দেয়নি স্পেন