আলাভেসকে হারিয়ে রিয়ালের প্রতিশোধ

রিয়ালের জয়ে ভূমিকা রেখেছেন বেনজিমা।লিগের প্রথম পর্বে আলাভেসের কাছে ১-০ গোলে হারের তিক্ত লজ্জা পেয়েছিলো রিয়াল মাদ্রিদ। রবিবার লা লিগায় রিয়াল সেই হারের প্রতিশোধ নিলো এর চেয়েও বড় ব্যবধানে জিতে। আলাভেসকে ৩-০ গোলে বিধ্বস্ত করেছে রিয়াল মাদ্রিদ।

হঠাৎ হোঁচট খাওয়ার পর টানা জয়ের ধারাতেই আছে স্প্যানিশ জায়ান্টরা। টানা চতুর্থ জয়ের ফলে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা এখন শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়েছে আটে।

সান্তিয়াগো সোলারির শিষ্যদের জয়ের দিনে গোলের শুরুটা করেছিলেন কারিম বেনজিমা। ৩০ মিনিটে স্প্যানিশ লেফট ব্যাক সের্হিয়ো রেগুইলোনের কাছ থেকে পাওয়া ক্রসে জালে বল পাঠান ফরাসি স্ট্রাইকার। 

প্রথমার্ধে এগিয়ে গেলেও রিয়ালের জয় সুনিশ্চিত হয় দ্বিতীয়ার্ধের শেষের দিকে। পরের অর্ধে দুই গোল পেতে বেশ সময় নেয় লস ব্লাঙ্কোসরা। ৮০ মিনিটে ব্রাজিলিয়ান ভিনিসিয়াস জুনিয়রের গোলে ব্যবধান  হয় ২-০। ব্রাজিলিয়ান এই তারকার লা লিগায় এটাই প্রথম গোল।

স্প্যানিশ তারকা আলভারো ওদরিজোলার একটি গোল অফসাইডে বাতিল হলে ইনজুরি সময়ে বদলি খেলোয়াড় মারিয়ানো দিয়াজের ডাইভিং হেডে ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।

২২ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে শীর্ষে থাকা বার্সার সংগ্রহ ৫০, ৪৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অ্যাতলেতিকো মাদ্রিদ।