X
শুক্রবার, ১০ মে ২০২৪
২৭ বৈশাখ ১৪৩১

লিগের মাঝপথে গোপনে কানাডায় কেন বাংলাদেশি ফুটবলার!

তানজীম আহমেদ
২৭ এপ্রিল ২০২৪, ২২:০৪আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ২২:১২

ইকবাল হোসেন, চট্টগ্রাম আবাহনীতে গত মৌসুমে প্রিমিয়ার লিগে ৬ গোল করে আলোচনায় উঠে এসেছিলেন। এই মৌসুমে দলবদল করে শেখ রাসেলে পা রাখেন। তবে প্রিমিয়ার লিগের প্রথম পর্ব শেষে হঠাৎ উধাও এই ফরোয়ার্ড। পরবর্তীতে জানা গেছে, ক্লাবের কাউকে না জানিয়ে লিগের মাঝপথে পাড়ি জমিয়েছেন কানাডাতে! এনিয়ে ক্লাব থেকে দুইবার তাকে স্থানীয় ঠিকানায় কারণ দর্শানো নোটিশ দিলেও কোনও সাড়া মিলছে না। ক্যাম্পে যোগ দেওয়ার তাগাদা দেওয়া হলেও আদতে অন্য প্রান্ত নিশ্চুপ! 

প্রিমিয়ার লিগে সবশেষ ঈদের আগে মোহামেডানের বিপক্ষে খেলেছিলেন ইকবাল। ছুটির পর আর ক্যাম্পে যোগ দেননি, ছুটিও নেননি। এখন পর্যন্ত শেখ রাসেল ম্যাচ খেলছে তাকে ছাড়াই।

উধাও হয়ে যাওয়ার পর ক্লাব থেকে ইকবালের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। গ্রামের বাড়ি সিলেটেও হদিস মেলেনি। পরবর্তীতে ইকবালের ফেসবুকের মাধ্যমে জানা গেছে তিনি কানাডায় অবস্থান করছেন!

এ প্রসঙ্গে ক্লাবটির টিম লিডার মোহাম্মদ ফখরুদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেছেন, 'ইকবাল আমাদের কাউকে না বলে ঈদের পর আর ক্যাম্পে যোগ দেয়নি। শোকজ করা হয়েছে তাকে। পুরো বিষয়টি আমরা বাফুফেকে জানিয়েছি। এখন কেউ যদি নিজের ভবিষ্যত অন্য কোথাও খোঁজার চেষ্টা করে, সেটা তার বিষয়। আমরা নিয়মে যা আছে তাই অনুসরণ করছি।'

শেখ রাসেলে নিয়মিত একাদশে খেলতেন ইকবাল। খেলায় তার অনুপস্থিতি দলকে বেশ ভোগাচ্ছে। যে কারণে কোচও আছেন কিছুটা রেগে। রাইট উইংয়ে তার জায়গায় অন্যদের ওপর চাপও বেড়েছে।

ক্লাব আশা করছে, ইকবাল যেখানে থাকুক, ফিরে আসবেন। বাকি ম্যাচগুলো খেলবেন। যদিও এখন পর্যন্ত সাড়াশব্দ পাওয়া যায়নি। তার হোয়াটসঅ্যাপে কল কিংবা ম্যাসেজ দিয়েও সাড়া মেলেনি। নিয়ম অনুযায়ী এখন তৃতীয় শোকজ পত্র দিতে যাচ্ছে ক্লাবটি। এরপর সাড়া না পেলে পরের ধাপে যাবে ক্লাবটি।

তবে ইকবালের সঙ্গে এই প্রতিবেদকের কিছু দিন আগে ফেসবুকে কথা বলার সুযোগ হয়েছিল। অবশ্য তখন তিনি অন্য কথা বলেছেন, 'আমি এখন কানাডাতে আছি। ভিজিট ভিসাতে আছি। ক্লাব থেকে সপ্তাহখানেক ছুটি নিয়ে এসেছি। চলে আসবো।'

আর কোনও কথা বলার সুযোগ না দিয়ে ইকবাল সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরবর্তীতে আর কল করলে কিংবা মেসেজের উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করেননি। সপ্তাহ পেরিয়ে আরেক সপ্তাহ শুরু হলেও ইকবালের খোঁজ নেই! ক্লাবের অন্য খেলোয়াড়রাও তার এমন উধাও হয়ে যাওয়ায় বিস্ময় প্রকাশ করেছেন। কেন এভাবে দেশ ছেড়েছেন, কারও কিছু বোধগম্য হচ্ছে না। যেখানে ক্লাবের পারিশ্রমিক থেকে অন্য সব সুবিধাদি ভালো।

পেশাদার লিগে মূল স্তরে খেলার মাঝে বড় ক্লাবের কোনও খেলোয়াড় এভাবে কাউকে না জানিয়ে দেশের বাইরে চলে যাওয়ার ঘটনা বিরলই!

এমনিতে শেখ রাসেল লিগে ১৩ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে থেকে বিপাকে আছে। এমন পরিস্থিতিতে নিয়মিত একাদশের খেলোয়াড় ইকবাল না থাকায় দলে অন্যদের ওপর চাপটা যেন একটু বেশি অনুভূত হচ্ছে।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তানজিদের কারণেই ঝুঁকি নেননি সৌম্য
তানজিদের কারণেই ঝুঁকি নেননি সৌম্য
সংস্কৃতিতে আরও মেধা বিনিয়োগ করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী
সংস্কৃতিতে আরও মেধা বিনিয়োগ করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী
ফিলিস্তিনকে জাতিসংঘের সদস্য করার পক্ষে ভোট দিলো সাধারণ পরিষদ
ফিলিস্তিনকে জাতিসংঘের সদস্য করার পক্ষে ভোট দিলো সাধারণ পরিষদ
কোপা আমেরিকায় ব্রাজিলের বিস্ময় জাগানিয়া দল
কোপা আমেরিকায় ব্রাজিলের বিস্ময় জাগানিয়া দল
সর্বাধিক পঠিত
২০ মিনিটে লালখানবাজার থেকে বিমানবন্দর, চলবে না অটোরিকশা-বাইক
২০ মিনিটে লালখানবাজার থেকে বিমানবন্দর, চলবে না অটোরিকশা-বাইক
চীন বিষয়ে বিশেষজ্ঞকে ঢাকায় রাষ্ট্রদূত হিসেবে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
চীন বিষয়ে বিশেষজ্ঞকে ঢাকায় রাষ্ট্রদূত হিসেবে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
একই গ্রাম থেকে নির্বাচিত হলেন তিন চেয়ারম্যান
একই গ্রাম থেকে নির্বাচিত হলেন তিন চেয়ারম্যান
প্রশ্নফাঁস: বিমানের ডিজিএমসহ ৩০ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র
প্রশ্নফাঁস: বিমানের ডিজিএমসহ ৩০ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র
দেশে অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়ে উদ্বেগ কতটা?
দেশে অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়ে উদ্বেগ কতটা?