কুমিল্লার ধীর গতির সূচনা

2575b954e160d396ce04240641f775ff-5c42c08d82971বিপিএল ফাইনালে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে ধীর গতির সূচনা করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ১০ ওভারে ১ উইকেটে তাদের সংগ্রহ ৭৪ রান।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে কুমিল্লার শুরুটা ছিলো হোঁচট খেয়ে। দ্বিতীয় ওভারে ওপেনার এভিন লুইস ফিরে যান ব্যাট হাতে তেমন ভূমিকা না রেখেই। ফাইনালে মাত্র ৬ রানে ফিরে যান। তারপর ওপেনার তামিম ইকবাল ও এনামুল বিজয় মিলে ধীর গতিতে ব্যাট চালিয়ে স্কোরবোর্ডে রান তুলতে থাকেন। তামিম ব্যাট করছেন ৪৫ রানে আর এনামুল বিজয় ২৩ রানে।

বিপিএলে আগের ৫ আসরে চারবারই ফাইনাল খেলেছে ঢাকা। যার মধ্যে তিনবারই চ্যাম্পিয়ন তারা। অপরদিকে ইমরুল কায়েসের নেতৃত্বাধীন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ২০১৫ সালে অভিষেক আসরে শিরোপা জিতলেও এবার তাদের সামনে দ্বিতীয় সুযোগ শিরোপা জেতার।