স্টেইন তোপে ১৯১ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস

ডেল স্টেইনের বোলিংয়ে প্রথম ইনিংসে প্রতিরোধ গড়তে পারেনি শ্রীলঙ্কা। ডারবানে প্রথম টেস্টের প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকাকে ২৩৫ রানে গুটিয়ে দিয়ে প্রথম দিন স্বস্তিতে শেষ করেছিলো শ্রীলঙ্কা। কিন্তু দ্বিতীয় দিন ডেল স্টেইনের আগুনে বোলিং দুই সেশনেই শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে দিয়েছে ১৯১ রানে! জবাবে ৪ উইকেটে ১২৬ রানে দ্বিতীয় দিন শেষ করায় প্রোটিয়ারা এগিয়ে আছে ১৭০ রানে।

লঙ্কানদের প্রথম ইনিংসে ৫১ রানে সর্বোচ্চ প্রতিরোধটা আসে কুশল পেরেরার ব্যাট থেকে। ৬৩ বলে ৭ চার ও ১ ছয়ে এমন ইনিংস খেলা ব্যাটসম্যানকে সাজঘরে ফিরিয়েছেন স্টেইন।

৪৮ রানের বিনিময়ে ডেল স্টেইনের ৪ উইকেট শিকারে খুব বেশি লম্বা হয়নি সফরকারীদের প্রতিরোধ। এমন নৈপুণ্যে টেস্টের সর্বাধিক উইকেট শিকারিদের তালিকায় ভারতীয় কিংবদন্তি কপিল দেবকে পেছনে ফেলেছেন তিনি। স্টেইন ছাড়াও দুটি করে উইকেট নেন ভারনন ফিল্যান্ডার ও কাগিসো রাবাদা।

স্বাগতিকরা দ্বিতীয় ইনিংসে এগিয়ে থাকলেও দারুণ বোলিংয়ে এই টেস্টে নিজেদের অস্তিত্ব ধরে রেখেছে শ্রীলঙ্কা। ৯৫ রানে দক্ষিণ আফ্রিকার গুরুত্বপূর্ণ চার ব্যাটসম্যানকে বিদায় দিয়েছে তারা। বিশেষ করে অভিষিক্ত স্পিনার লাসিথ এমবুলদেনিয়া ৩৬ রানে নিয়েছেন দুটি উইকেট। বিদায় দিয়েছেন ৩৫ রান করে ফেলা ওপেনার ডিন এলগার ও ৩ রান করা তেম্বা বাভুমাকে। কাসুন রাজিথা ও বিশ্ব ফার্নান্ডো নিয়েছেন একটি করে উইকেট। ৯৫ রানে ৪  উইকটে পড়ে গেলে প্রতিরোধ গড়ার চেষ্টায় আছেন অধিনায়ক ফাফ দু প্লেসিস (২৫*) ও কুইন্টন ডি কক (১৫*)।