X
মঙ্গলবার, ১৪ মে ২০২৪
৩১ বৈশাখ ১৪৩১

জাতীয় দল রেখে ঢাকা লিগে সাকিবের খেলার ব্যাখ্যা দিলেন নির্বাচক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ এপ্রিল ২০২৪, ২৩:০৮আপডেট : ২৮ এপ্রিল ২০২৪, ২৩:০৮

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম তিন টি-টোয়েন্টির দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই দলে নেই সাকিব আল হাসান। বাংলাদেশ দল যখন চট্টগ্রামে খেলবে, বাঁহাতি অলরাউন্ডার তখন ঢাকায় শেখ জামালের হয়ে প্রিমিয়ার লিগ খেলবেন। জাতীয় দলের খেলা বাদ দিয়ে কেন সাকিব ঘরোয়া ক্রিকেট খেলবেন- এর ব্যাখ্যা দিয়েছেন নির্বাচক প্যানেলের সদস্য হান্নান সরকার। 

রবিবার দল ঘোষণার পর বিসিবির পাঠানো ভিডিও বার্তায় হান্নান বলেছেন, ‘সাকিব ৩০ এপ্রিল দেশে আসবে। সে ডিপিএলের দুটি ম্যাচ খেলতে চায়। আমরা মনে করেছি, নিজেকে প্রস্তুত করার জন্য যে সময়টা প্রয়োজন, তা আসলে টি-টোয়েন্টিতে থাকে না। ৫০ ওভারের ক্রিকেটে সেই সময়টা পাওয়া যায়। ব্যাটিং বোলিংয়ের মাধ্যমে নিজেকে ঝালিয়ে নেওয়া যায়। তাই প্রথম তিন ম্যাচের দলে আমরা তাকে রাখিনি।’

এদিকে আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে ফিরিয়ে আনলেও তাকে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম তিন ম্যাচের দলে রাখা হয়নি। মূলত টানা ম্যাচ খেলার কারণেই বাহাতি এই পেসারকে বিশ্রাম দেওয়া হয়েছে বললেন এই নির্বাচক, ‘মোস্তাফিজ টানা খেলার মধ্যে আছে, তাই তাকে আমরা প্রথম তিন ম্যাচের দলে রাখিনি। তার মানসিক ও শারীরিক সুস্থতার দরকার আছে। সে যে কোনও একটা ধাপে নিজেকে চাঙ্গা করার সময়টা চাচ্ছিল, আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রথম ধাপে তাকে বিশ্রাম দেবো।’

জিম্বাবুয়ে সিরিজের তরুণ ক্রিকেটারদের আধিপত্য রয়েছে। দল নিয়ে হান্নান বলেছেন, ‘আপনারা যদি স্কোয়াড়টা দেখেন তাহলে দেখবেন তিন জন ওপেনার ও পাঁচজন মিডলঅর্ডার ব্যাটার আছে। সব মিলিয়ে আটজন ব্যাটার ও তিনজন স্পিনার আছে দলে। স্পিনে আমরা বৈচিত্র্য রাখার চেষ্টা করেছি। ডানহাতি অফ স্পিনার, বাঁহাতি ও লেগ স্পিনার। এর সঙ্গে চার জন পেসার রয়েছে। সব মিলিয়ে ভারসাম্যপূর্ণ দল।’

হান্নান আরও যোগ করেছেন, ‘স্কোয়াডে সাইফউদ্দিনের নাম রয়েছে। যাকে আমরা অলরাউন্ডার হিসেবে ধরতে পারি এবং তানজিম সাকিবও রয়েছে। এ ছাড়া তাসকিন ও শরিফুল আছে। তিন জন ওপেনারের মধ্যে তানজিদ তামিমের এখনও অভিষেক হয়নি। সে খুবই সম্ভাবনাময়ী এবং টি-টোয়েন্টি ক্রিকেটে যে ধরনের খেলা খেলতে হয় তার মধ্যে সেই সামর্থ্যে আছে। সেই বিবেচনায় তাকে আমরা যুক্ত করেছি। পারভেজ ইমন একটা আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছিল। এর বাইরে তার খুব বেশি আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা নেই। ইমনকেও আমরা দলে যুক্ত করেছি।’

এই সিরিজ দিয়ে চোট কাটিয়ে দীর্ঘ ১৮ মাস পর দলে ফিরেছেন সাইফউদ্দিন। তাকে অলরাউন্ডার হিসেবে বিবেচনা করা হয়েছে জানিয়ে হান্নান বলেছেন, ‘পেস বোলিংয়ে সাইফউদ্দিনকে আমরা অলরাউন্ডার হিসেবেই চিন্তা করেছি। জিম্বাবুয়ে সিরিজে সে এই ভূমিকাটাই পালন করার চেষ্টা করবে।’

চোট কাটিয়ে সৌম্য সরকার এখনও পুরোপুরি ফিট হতে পারেননি। বিসিবির মেডিকেল বোর্ডও সম্মতি দেয়নি। যার কারণে রাখা হয়নি সৌম্যকে।  আর আফিফ সুযোগ পেয়েছেন সাকিব না থাকার কারণে। হান্নান বললেন, ‘আফিফ হোসেনকে আমরা যুক্ত করেছি। যেহেতু সাকিব প্রথম তিন ম্যাচের দলে নেই, সেখানে আমরা তাকে নিয়েছি। মিডলঅর্ডারে বাকি ব্যাটারদের নিয়ে আলাদা করে বলার কিছু নেই।’

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাকিব-তামিমের কারণে দলের পরিবেশ নষ্ট হয়েছে: ইমরুল 
সাকিব-তামিমের কারণে দলের পরিবেশ নষ্ট হয়েছে: ইমরুল 
শুক্রবারও চলবে মেট্রোরেল
শুক্রবারও চলবে মেট্রোরেল
জামদানি শাড়ির যত্নে ৭ টিপস
জামদানি শাড়ির যত্নে ৭ টিপস
বিদায়ের আগে ফ্রান্সের বর্ষসেরার পুরস্কার জিতলেন এমবাপ্পে 
বিদায়ের আগে ফ্রান্সের বর্ষসেরার পুরস্কার জিতলেন এমবাপ্পে 
সর্বাধিক পঠিত
শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়
শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়
ইয়াহিয়া সিনওয়ার: যুদ্ধের সূত্রপাত ঘটিয়েছেন, শেষও কি তার হাতে?
গাজায় ইসরায়েলি আগ্রাসনইয়াহিয়া সিনওয়ার: যুদ্ধের সূত্রপাত ঘটিয়েছেন, শেষও কি তার হাতে?
আমরা সুন্দর একটি সম্পর্ক মেন্টেইন করি: জয়া আহসান
বাংলা ট্রিবিউনের দশম বর্ষপূর্তিআমরা সুন্দর একটি সম্পর্ক মেন্টেইন করি: জয়া আহসান
রেল মন্ত্রণালয়ের গাড়ি নিয়ে চুরি করতে গিয়ে গ্রেফতার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ড্রাইভার
রেল মন্ত্রণালয়ের গাড়ি নিয়ে চুরি করতে গিয়ে গ্রেফতার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ড্রাইভার
জাতীয় দলে খেলতে গেলে সাপোর্ট লাগে: ইমরুল  
জাতীয় দলে খেলতে গেলে সাপোর্ট লাগে: ইমরুল