ইন্ডিয়ান ওয়েলস থেকে সরে দাঁড়ালেন অসুস্থ সেরেনা

la-1552269907-uttquaszhq-snap-imageসুস্থ না থাকায় ইন্ডিয়ান ওয়েলসের তৃতীয় রাউন্ডে ম্যাচ শেষের আগেই সরে দাঁড়িয়েছেন সেরেনা উইলিয়ামস। এই কারণে প্রতিপক্ষ স্প্যানিয়ার্ড গারবিন মুগুরুজার বিপক্ষে কোনও প্রতিরোধ দিতে পারেননি। উল্টো দ্বিতীয় সেটের প্রথম গেমে হারার পর রিটায়ার্ড হওয়ার সিদ্ধান্ত নেন।

৩৭ বছর বয়সী সেরেনা প্রথম তিন গেমে জিতলেও পরের টানা ছয় গেমে হেরেছেন মুগুরুজার কাছে। শরীর যে ভালো যাচ্ছে না সে কথা সরে দাঁড়ানোর পর জানান তিনি, ‘ম্যাচের শুরু থেকে ভালোবোধ করছিলাম না। ম্যাচের পর পরিস্থিতি আরও অবনতি হতে থাকে।’

সেরেনা জানালেন, মাথা ঘুরছিলো আর অবসাদ কাজ করার কারণে শোচনীয় অবস্থা দাঁড়ায় তার, ‘প্রচণ্ডমাত্রায় মাথা ঘুরছিলো আর অবসাদে ভুগছিলাম।’

শারীরিক ফিটনেস না থাকায় ইন্ডিয়ান ওয়েলসে ভালো কিছু না পারলেও মিয়ামিতে ফেরার প্রত্যাশা সেরেনার, ‘স্কোরের দিকে দেখলে মনে হবে শুরুতে ভালো করেছি। কিন্তু আমি শারীরিকভাবে ভালোবোধ করছিলাম না।  আশা করি সামনে উন্নতির দিকে আরও লক্ষ্য দিবো। মিয়ামির জন্য প্রস্তুতি নিবো।’

অপর দিকে কড়া চ্যালেঞ্জ পার হয়ে চতুর্থ রাউন্ডে গেছেন সিমোনা হালেপ। হারিয়েছেন ইউক্রেনের কাতেরিনা কোজলোভাকে। ছেলেদের এককে রজার ফেদেরার জয় অব্যাহত রেখেছেন। তৃতীয় রাউন্ডে উঠতে জার্মান পিটার গোয়োভচিককে হারিয়েছেন ৬-১, ৭-৫ গেমে।