প্রত্যাবর্তনের ম্যাচ জয়ে রাঙালেন জিদান

গোলের পর রিয়ালের উল্লাস।রিয়াল মাদ্রিদে পুনরায় প্রত্যাবর্তনের ম্যাচটায় প্রশ্নের জন্ম দিয়েছিলেন কোচ জিনেদিন জিদান। সোলারির কাছ থেকে দায়িত্ব পেয়ে শুরুর একাদশে এনেছেন পরিবর্তন। তাতে বরং ভুল প্রমাণিত হলেন না। লা লিগায় সেল্তা ভিগোর বিপক্ষে ২-০ গোলের সহজ জয় পেয়েছে তার দল।

সেল্তার বিপক্ষে জিদানের একাদশে গোলরক্ষক হিসেবে স্থান পান কেইলর নাভাস। বাদ পড়েন কোর্তোয়া। জায়গা পান মার্সেলো, ইসকো-যারা সেভাবে ডাক পেতেন না সোলারির একাদশে। এমন পরিবর্তনে ঘরের মাঠে টানা চার হারে বিবর্ণ হয়ে যাওয়া দলটির রং ফেরনোর চেষ্টা করেছিলেন জিদান। তাতে সফলও হয়েছেন।

দুটো গোলই এসেছে দ্বিতীয়ার্ধে। তার আগে এই অর্ধে অফ সাইডের কারণে লুকা মদরিচের একটি গোল বাতিল হয় রিভিউর মাধ্যমে। তারপর গোলের শুরুটা করেন ইসকো। ৬২ মিনিটে তার গোলে এগিয়ে শুরু। ৭৭ মিনিটে ব্যবধান বাড়ান গ্যারেথ বেল।

এই জয়ে ২৮ ম্যাচে তৃতীয় স্থানে থাকা রিয়ালের সংগ্রহ ৫৪ পয়েন্ট। ২৭ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা।