অবস্থার উন্নতি হওয়ায় ব্রাজিল ফিরে যাচ্ছেন পেলে

পেলে

মূত্রনালীর সংক্রমণে প্যারিসের একটি হাসপাতালে ভর্তি হতে হয়েছিলো ব্রাজিলীয় ফুটবল কিংবদন্তি পেলেকে। অবস্থা উন্নতির দিকে আছে ৩ বারের বিশ্বকাপ জয়ী তারকার। তাই সোমবার ব্রাজিল চলে যাচ্ছেন তিনি।

এএফপিকে দেওয়ার সাক্ষাৎকারে তার উপদেষ্টা জানিয়েছেন, ‘সোমবার আমরা সাও পাউলোতে ফিরে যাচ্ছি।’ অবশ্য তিনি তার শারীরিক বিষয়ে বিস্তারিত আর কিছুই জানাননি।

অপর দিকে ব্রাজিলীয় সংবাদ মাধ্যম জি-১ জানিয়েছে পেলে শনিবারই হাসপাতাল ছাড়তে চেয়েছিলেন। কিন্তু নানা পরীক্ষার কারণে বিলম্ব হয়েছে সেই যাত্রা। তবে শতভাগ উন্নতি না হওয়া পর্যন্ত চিকিৎসকের পক্ষ থেকে পর্যবেক্ষণে রাখার কথা জানানো হয়েছে।

পেলের পক্ষ থেকে জানানো হয়েছে সেই সংক্রমণ খুব গুরুতর নয়। শুক্রবার পেলে নিজেই টুইট করে তার উন্নতির কথা জানিয়েছেন, ‘সবার ভালোবাসায় অশেষ ধন্যবাদ। ওষুধ কাজ করছে। এখন অনেকটা সুস্থবোধ করছি, মনে হচ্ছে আমি আবারও খেলতে পারবো।’

বুধবার কিলিয়ান এমবাপের সঙ্গে একটি প্রোমোশনাল ইভেন্টে যোগ দেওয়ার পরেই শরীরিক অবস্থার অবনতি ঘটে পেলের। সাম্প্রতিক সময়ে বেশ কিছু শারীরিক জটিলতায় ভুগছেন তিনি।