মারিয়া-আঁখিদের অন্যরকম একদিন

Photo 1aআগামী ২২ এপ্রিল থেকে শুরু হচ্ছে মেয়েদের বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ আন্তর্জাতিক ফুটবল। তার আগে বড় অনুপ্রেরণা পেলো মারিয়া-আঁখিরা। কলম্বিয়া থেকে এসেছেন কলম্বিয়ার বিশ্বকাপ ও অলিম্পিক দলে খেলা কাতেরিন ফাবিওলা কাস্ত্রো মুনোস ও জেসিকা উর্তাদো। এই দুজনের সঙ্গেই শুক্রবার ফর্টিজ গ্রাউন্ডে অন্যরকম একটি দিন কাটিয়েছেন মারিয়ারা।

শুধু বাংলাদেশ দলের মেয়েরাই ছিলেন না এসময়, তাদের সঙ্গে কয়েকটি স্কুলের ছাত্রীরাও উপস্থিত ছিলেন মাঠে। দিনব্যাপী এমন অনুষ্ঠানে ছিলেন অভিনেত্রী জয়া আহসানও। মেয়েদের তাতিয়ে দেওয়ার রসদের জোগার করতেই নিজেদের মধ্যে অভিজ্ঞতা ভাগাভাগি করেছেন সবাই।

এমন অনুষ্ঠানে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন জানালেন তাদের নতুন উদ্যোগের কথা। মেয়েদের ফুটবল লিগ করার ব্যাপারে পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি এ সময়, ‘মেয়েদের সচেতন হওয়ার জন্যই এই প্রোগ্রাম। আমরা এখন মেয়েদের লিগ করার জন্য বলতে পারি। আগামী অক্টোবরে হতে পারে। এখন অনেক ফুটবলার রয়েছে। আশা করছি সবাই এগিয়ে আসবে।’

মেয়েদের ফুটবলের এই অনুষ্ঠানে এসে অভিনেত্রী জয়া আহসান নিজেও খুব আনন্দিত, ‘আমি আনন্দিত যে তাদের সঙ্গে থাকতে পেরেছি। সবসময় থাকবো। আজকের দিনটা অসাধারণ একটি দিন ছিলো। যারা এসেছেন তাদের জন্য শুভকামনা। আমাদের মেয়েরা অদম্য। ওদের সঙ্গে থেকে আমি নিজেও অনুপ্রাণিত। মারিয়ারা বার বার প্রমাণ করেছে নিজেদের। আমি জানি ওরা অসাধারণ খেলেছে।’

মারিয়াদের সঙ্গে যোগ দেওয়া আগা খান স্কুলের ছাত্রী জারা খানের কাছেও দিনটি ছিলো অসাধারণ। এমন বিশাল আয়োজনে অংশ নিতে পেরে ভিন্ন অভিজ্ঞতা হয়েছে কলম্বিয়ার হয়ে অলিম্পিক খেলা জেসিকা উর্তাদোরও। তিনি জানালেন, ‘আমি অনুপ্রাণিত হয়েছি। সবাই ফুটবল নিয়ে কথা বলেছে, বলতে গেলে ভিন্ন রকম অভিজ্ঞতা হলো। সবার সহযোগিতা নিয়ে ফুটবলকে এগিয়ে নিতে হবে। যারা আমাকে আমন্ত্রণ জানিয়েছে তাদের ধন্যবাদ।’