বিশ্বকাপ দলে আছেন কারা?

বাংলাদেশের বিশ্বকাপ দল।অবশেষে ঘোষণা করা হয়েছে বাংলাদেশের বিশ্বকাপ দল। ১৮ এপ্রিল আগাম ঘোষণা করার কথা থাকলেও আজ মঙ্গলবার ঘটা করে ঘোষণা করা হয়েছে ১৫ জনের এই দল।

ঘোষিত দলে সবচেয়ে বড় চমক হয়ে এসেছেন এখনও ওয়ানডে না খেলা পেসার আবু জায়েদ রাহীর নাম। গত মাসে নিউজিল্যান্ড সিরিজে টেস্টে ভালো বোলিংয়ের দরুণ ডাক পেয়েছেন। মিডল অর্ডারে ফিরেছেন ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেন। বাংলাদেশের হয়ে যার সবশেষ ম্যাচটি ছিলো ২০১৮ সালের সেপ্টেম্বর এশিয়া কাপে। পুনরায় বড় ইভেন্ট দিয়ে কামব্যাক করলেন দলে।

ইংল্যান্ডে অনুষ্ঠেয় এবারের বিশ্বকাপ শুরু হবে ৩০ মে। যার ফাইনাল ১৪ জুলাই। তার আগে ২৬ ও ২৮ মে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ২৬ তারিখ কার্ডিফে তাদের প্রতিপক্ষ পাকিস্তান, একই স্টেডিয়ামে ২৮ তারিখ প্রতিপক্ষ ভারত। 

এক নজরে দেখে নেওয়া যাক বাংলাদেশের বিশ্বকাপ দল:

মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক ), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, সাইফউদ্দিন, লিটন দাস, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন ও আবু জায়েদ রাহী।