মন্টে কার্লোতে ‘প্রথম’ শিরোপা ফগনিনির

মন্টে কার্লোর শিরোপা জিতেছেন ফগনিনি।ক্লে কোর্টের রাজা রাফায়েল নাদালকে বিদায় করে ফাইনাল নিশ্চিত করেছেন ফাবিও ফগনিনি। অপ্রতিরোধ্য সেই ফগনিনি জিতলেন মন্টে কার্লো মাস্টার্স। সার্বিয়ার লাজোভিচকে ৬-৩, ৬-৪ গেমে হারিয়ে জিতেছেন শিরোপা।

বিশ্ব র‌্যাংকিংয়ের ১৮ নম্বর ফগনিনি টানা ৫ ম্যাচে হেরে এসেছিলেন মন্টে কার্লোতে। এসেই খোলস পাল্টে ফেলেন নিজের। হারান আলেক্সান্ডার জেরেভ, বরনা কোরিচ ও ১১ বারের চ্যাম্পিয়ন রাফায়েল নাদালকে।

যদিও শুরুতে ভালো শুরু করেছিলেন লাজোভিচ। ফগনিনির সার্ভ ভেঙেই প্রতিরোধের মুখে ফেলে দিয়েছিলেন তাকে। কিন্তু ইতালিয়ান ফগনিনিও দমে যাওয়ার ছিলেন না। পাল্টা প্রতিরোধে জয়টা নিজের করে নেন।

এমন জয়ে অনন্য নজির গড়েছেন ফগনিনি। ইতালির কেউ এই প্রথম জিতলো মাস্টার্স ১০০০ সিরিজের একক শিরোপা। একই সঙ্গে প্রথমবারের মতো মন্টে কার্লোর শিরোপা জিতেছেন ফগনিনি। তার আগে ইতালিয়ান কেউ এই শিরোপা জিতেছেন ১৯৬৮ সালে। সেবার জেতেন নিকোলা পিয়েত্রানজেলি।

এমন কীর্তি গড়ে তিনি জানালেন এই জয় সহজ ছিলো না তার জন্য, ‘লাজোভিচকে মুখোমুখি হওয়া সহজ ছিলো না। ওর সপ্তাহটাও কিন্তু দুর্দান্ত গেছে।’

এই জয় দিয়ে র‌্যাংকিংয়েও উন্নতি হচ্ছে তার। এখন উঠে আসবেন ১২ নম্বরে।