বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান অনূর্ধ্ব-১৬ দল

আগামী ২৯ এপ্রিল থেকে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ ক্রিকেট দলের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আসছে পাকিস্তান। সেই লক্ষ্যে শুক্রবার বাংলাদেশে পা রাখছে পাকিস্তানের বয়সভিত্তিক দল। ২১ দিনের সফরে বাংলাদেশের বিপক্ষে দুটি তিনদিনের ম্যাচ ছাড়াও তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে সফরকারীরা।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি সিরিজের ১৫ সদস্যের দল ঘোষণার পাশাপাশি সফরের সূচিও ঘোষণা করেছে। সফরের প্রথম তিনদিনের ম্যাচটি মাঠে গড়াবে ২৯ এপ্রিল, ভেন্যু ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম। ৫ মে দ্বিতীয় তিনদিনের ম্যাচটি  অনুষ্ঠিত হবে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে। একই ভেন্যুতে ১০, ১২ ও ১৫ মে মাঠে গড়াবে তিনটি ওয়ানডে। সিরিজ শেষে আগামী ১৬ মে ঢাকা ত্যাগ করবে সফরকারী পাকিস্তান।

বাংলাদেশ দল: রিয়াদ খান (অধিনায়ক), মাহফুজুর রহমান রাব্বি (সহ-অধিনায়ক), মফিজুল ইসলাম, সাজ্জাদ হোসেন মিরাজ, সাকিব শাহরিয়ার, রাফসান জানি, সোহাগ আলী, আইচ মোল্লা, আজিজুল হক রনি, তানভীর আলম অয়ন, শামসুল ইসলাম ইপন, মাকসুদুর রহমান, আশিকুর রহমান, শাহরিয়ার আলম মাহিম ও মুশফিক হাসান।

স্ট্যান্ডবাই: আমির হোসেন, খালেদ হাসান, মিনহাজুল হাসান, আরিফ আহমেদ অনিক, মো: সাজিদ আহমেদ, নাসিম ইসলাম ও জি.এম তাহজিবুল ইসলাম।