ক্যান্সারে মারা গেলো আসিফ আলীর শিশু কন্যা

আসিফ আলী।বর্তমানে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে সেখানেই আছেন পাকিস্তানি ব্যাটসম্যান আসিফ আলী। শেষ ওয়ানডে খেলার পর শুনতে হলো দুঃসংবাদ। রবিবারই মারা গেছে তার দুই বছরের শিশু কন্যা নূর ফাতিমা। চতুর্থ ধাপের ক্যান্সারে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের হাসপাতালে গতমাসই ভর্তি হয়েছিলো আসিফের কন্যা। সেখানেই মারা গেছে চিকিৎসাধীন অবস্থায়।

আসিফ আলীর মেয়ের মৃত্যু সংবাদটি টুইটারে জানিয়েছে তার পিএসএল ফ্র্যাঞ্চাইজি ইসলামাবাদ ইউনাইটেড, ‘আসিফের অপূরণীয় ক্ষতিতে শোক জানাচ্ছে ইসলামাবাদ পরিবার। আসিফ ও পরিবারের প্রতি রইলো গভীর সমবেনা।’

অথচ মেয়ের শারীরিক অবস্থার কথা গত মাস মিডিয়ায় জানিয়েছিলেন আসিফ। এমন পরিস্থিতিতে মোটেও ভেঙে পড়েননি। বরং জাতীয় দলের হয়ে খেলতে মনোবলে দৃঢ় থেকেছেন।

রবিবার ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেও খেলেছেন। ৫৪ রানে হেরে যাওয়া ম্যাচটিতে ২২ রান করেছেন। বিশ্বকাপের ১৫ সদস্যের দলে জায়গা না পেলেও ইংল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজে খেলে দলে প্রবেশের সুবর্ণ একটা সুযোগ ছিলো তার সামনে। প্রধান নির্বাচক ইনজামাম উল হকও দিয়েছিলেন তেমন ইঙ্গিত। শোকাবহ এই পরিস্থিতিতে এখন সব কিছুই অনিশ্চয়তার মুখে!