অস্ট্রেলিয়ার আক্ষেপ দূর করলেন বার্টি

ফ্রেঞ্চ ওপেন জয়ী অ্যাশলে বার্টি।রূপকথার মতো প্রত্যাবর্তন একেই বলে। ২০১৪ সালে টেনিসটাই ছেড়ে দিতে চেয়েছিলেন অস্ট্রেলিয়ান অ্যাশলে বার্টি। ১৭ মাস পর কোর্টে ফিরে সেই বার্টিই অপ্রত্যাশিতভাবে ফ্রেঞ্চ ওপেন জিতে নিশ্চিত করলেন ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্লাম!

অষ্টম বাছাই বার্টির প্রতিপক্ষ ছিলেন আরেক টিনএজার চেক মারকেটা ভোন্ড্রুসোভা। প্যারিসের ক্লে কোর্টে কোনও প্রতিরোধের মুখে পড়তে হয়নি বার্টিকে। সহজে ৬-১, ৬-৩ গেমে জিতে নিয়েছেন ফাইনাল। এর ফলে অস্ট্রেলিয়ার হয়ে ইতিহাসও গড়লেন তিনি। ১৯৭৩ সালের পর অস্ট্রেলিয়ার কেউ জিতলো ফ্রেঞ্চ ওপেন। সবশেষ জিতেছিলেন কিংবদন্তি অস্ট্রেলিয়ান মার্গারেট কোর্ট।

এমন অপ্রত্যাশিত গ্র্যান্ড স্লাম জেতার পর ভাষা হারিয়ে ফেলেছিলেন বার্টি, ‘আমি নিজেই বিশ্বাস করতে পারছি না। এক কথায় ভাষাহীন, বলতে গেলে দুইটা সপ্তাহ এমনভাবে গেছে যার ব্যাখ্যা নেই।’

ছেলেদের এককে আবার অঘটনের ঘটনাও ঘটেছে। র‌্যাংকিংয়ের এক নম্বর নোভাক জোকোভিচকে সেমিফাইনাল থেকে বিদায় দিয়েছেন ডমিনিক থিয়েম। বাজে আবহাওয়ায় বেশ কয়েকবারই ম্যাচটি স্থগিত হয়ে গিয়েছিলো। হাড্ডহাড্ডি লড়াইয়ে শেষ পর্যন্ত হেরে যেতে হয়েছে সার্বিয়ান তারকাকে। থিয়েমের কাছে হেরে যান ২-৬, ৬-৩, ৫-৭, ৭-৫, ৫-৭ গেমে।