বৃষ্টিতে ভারত-নিউজিল্যান্ড ম্যাচও পরিত্যক্ত

বৃষ্টিতে করা যায়নি টস।বিশ্বকাপে আরও একটি ম্যাচ ভেসে গেলো বৃষ্টিতে। বৃহস্পতিবার নটিংহামে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার খেলাটি বৃষ্টির হানায় টস ছাড়াই পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। ফলে পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছে দুই দল।

এ নিয়ে চতুর্থবারের মতো বৃষ্টির হানায় পরিত্যক্ত হয়েছে আরেকটি ম্যাচ। সবশেষ বাংলাদেশ ও শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ টানা ভেসে গেছে বৃষ্টিতে। তার আগে একই কারণে ম্যাচ পরিত্যক্ত হয়েছে পাকিস্তান ও শ্রীলঙ্কার। অবশ্য এদের মাঝে তিনটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে কোনও টস ছাড়া।

এমন টস ছাড়া পরিত্যক্ত হওয়া ম্যাচের সংখ্যার ক্ষেত্রে একটি পরিসংখ্যানও উল্লেখযোগ্য। ১৯৭৫ থেকে ২০১৫ বিশ্বকাপ পর্যন্ত ৪০২টি ম্যাচ হয়েছে। সেখানে টস ছাড়া পরিত্যক্ত হওয়া ম্যাচ মাত্র দুটি। অথচ এবারের বিশ্বকাপে হওয়া ১৮টি ম্যাচে ৩টিই পরিত্যক্ত হয়েছে কোনও টস ছাড়া। শুধু দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের ম্যাচটিতে টস হয়েছিলো। অর্থাৎ এবারের আসরটিই বৃষ্টিতে সবচেয়ে বেশি আক্রান্ত! আর তাতে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে শ্রীলঙ্কাই।

আজকের ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় এক পয়েন্ট করে পেয়েছে নিউজিল্যান্ড ও ভারত। এরফলে পয়েন্ট টেবিলেও আসলো অদল-বদল। ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষেই থাকলো নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়া সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয়, ভারত ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে ইংল্যান্ডকে টপকে আছে তিনে। সমান ম্যাচে এক পয়েন্ট কম নিয়ে চারে ইংলিশরা। চার ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে সাতে বাংলাদেশ।