‘শেলডন স্যালুট’ পছন্দ নয় ইংলিশ কোচের!

স্যালুটের ভঙ্গিতে এভাবেই উদযাপন করেন শেলডন কট্রেল।জ্যামাইকান সশস্ত্র বাহিনীর সৈনিক হওয়ায় এর চেয়ে ভালো উদযাপন জানা নেই শেলডন কট্রেলের। নিজের মুখেই বেশ কয়েকবার জানিয়েছেন তা। ক্যারিবীয় এই ফাস্ট বোলার কাউকে আউট করলেই মার্চ করে স্যালুট দিয়ে উদযাপন করেন সেই উইকেট। যা এবারের বিশ্বকাপে সবচেয়ে বেশি আলোচিত উদযাপনের একটি। অথচ সেই ভঙ্গিটাই পছন্দ নয় ইংল্যান্ড হেড কোচ ট্রেভর বেইলিসের!

‘শেলডন স্যালুট’ পছন্দ না হওয়ার কারণ জানিয়েছেন ইংলিশ কোচ। এমনকি শেলডনের উদযাপনটা তার কাছে বিরক্তিকর একটা বস্তু বলেই মনে হয়। শুক্রবার ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের আগে এভাবেই কথার লড়াইয়ে মেতে উঠলেন তিনি, ‘আপনি ৪০ বছরের বেশি বয়স্ক হলে এটা আপনার বিরক্তির কারণ হয়ে দাঁড়াবে।’

অবশ্য ট্রেভর বেইলিস এটাও জানেন প্রতিটি দলের উদযাপনের একটা স্বকীয়তা আছে। সেই স্বকীয়তাটা হয়তো পছন্দ নয় সবার কাছে, ‘আসলে প্রতিটি দলেরই উদযাপনের আলাদা একটা ভঙ্গি আছে। আমি নিশ্চিত হয়তো আমাদেরটা অন্যরা পছন্দ করে না। শেষ পর্যন্ত এটা তারুণ্যেরই খেলা। সব কিছুই বিনোদন। যদি তা কারো মুখে হাসি ফোটায় তাহলে সেটাই হওয়া উচিত।’