ভারত-পাকিস্তান ম্যাচ যুদ্ধ নয়: ওয়াসিম আকরাম

ওয়াসিম আকরাম।পাকিস্তান, ভারত ম্যাচ মানেই যেন ২২ গজের ময়দানী উত্তেজনা। এমনিতে দুই দেশের রাজনৈতিক উত্তেজনা নতুন নয়।  কিন্তু চিরপ্রতিদ্বন্দ্বী বলেই কিনা ম্যাচকে ঘিরে দুই দেশের মানুষকে শান্ত থাকতে বললেন পাকিস্তানি কিংবদন্তি ওয়াসিম আকরাম।

বিশ্বকাপের ধারাভাষ্যকার ওয়াসিম অবশ্য দুই দেশের এই মহারণকে মনে করছেন আসরের সবচেয়ে বড় ম্যাচ হিসেবে, ‘এরচেয়ে বড় আর কিছু হতে পারে না। ভারত-পাকিস্তান ম্যাচটি হতে যাচ্ছে প্রায় একশো কোটিরও বেশি দর্শককে সঙ্গী করে। ক্রিকেটে এটাই সব থেকে বড়। তাই দুই পক্ষের ভক্তকে এই বার্তা থাকবে- উপভোগ করুন, শান্ত থাকুন।’

সীমান্তের বাইরেও ২২ গজের আবহে এই দু দলের ম্যাচকে ঘিরে থাকে যুদ্ধ যুদ্ধ পরিস্থিতি। ওয়াসিম আকরাম অবশ্য একে যুদ্ধ হিসেবে মানতে চান না, ‘একটি দল জিতবে, আরেকটি দল হারবে। সে হিসেবে এমন ম্যাচ দেখতে পেরে কৃতজ্ঞ থাকা উচিত। এটাকে কেউ যেন যুদ্ধ হিসেবে না নেয়। যারা একে যুদ্ধ মনে করে তারা আসলে সত্যিকারের ক্রিকেট ভক্ত নয়।’

অবশ্য ভারত-পাকিস্তান ম্যাচ হলে বাড়তি উত্তেজনা, চাপ কাজ করে দুই দলের মাঝে। তেমন চাপটা ভালো করেই বুঝতে পারেন ওয়াসিম আকরাম। কারণ অতীতে এক সময় নিজেই অনুভব করতেন তা, ‘এই চাপের কথা আমার চেয়ে আর কে বেশি বুঝবে? আমি এমন ম্যাচের অপেক্ষাতেই থাকতাম। এর ফলে দুই দলের ক্রিকেটারদের থেকে সেরাটা বের হয়ে আসে।’