বাংলাদেশের বিপক্ষে জয় চান লয়েড

ক্লাইভ লয়েডসবশেষ ম্যাচে ইংল্যান্ডের কাছে পাত্তাই পায়নি ওয়েস্ট ইন্ডিজ। অথচ টুর্নামেন্টের শুরুতে পুরনো ক্যারিবিয়ান পেস বোলিংয়ের কি ঝলকটাই না দেখা গিয়েছিল। কালকে পরবর্তী ম্যাচ বাংলাদেশের বিপক্ষে হওয়ায় এই দলটিকে প্রেরণা দিচ্ছেন ক্যারিবীয় কিংবদন্তি ক্লাইভ লয়েড। তিনি মনে করেন,বাংলাদেশের বিপক্ষে ম্যাচটায় অবশ্যই জেতা উচিত ক্যারিবিয়ানদের।

আইসিসির বিশেষজ্ঞ কলামে বিশ্বকাপ জয়ী এই অধিনায়ক লিখেছেন, ‘ওয়েস্ট ইন্ডিজ যদি বিশ্বকাপ জিততে চায় তাহলে এটাই সেই মুহূর্ত তাদের জন্য। ঘুরে দাঁড়িয়ে লড়াই করে দেখাতে হবে যে তারা আসলে কীসের তৈরি।’

পাকিস্তানকে লজ্জা দিয়ে হারালেও অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের ভুলে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। আবার ইংল্যান্ডের কাছে হেরে যাওয়ায় ক্লাইভ লয়েড মনে করেন, ‘টুর্নামেন্টে হার আর বাজে দিন সব সময়ই আসবে। এখন আমাদের আশা করতে হবে ওয়েস্ট ইন্ডিজ যেন তাদের পথের সব বাধাকেই দূর করে।’

ক্যারিবীয় এই কিংবদন্তি মনে করেন ব্যাটিং ও বোলিংয়ে সেই বারুদ ওয়েস্ট ইন্ডিজের আছে। তবে সামনে চাপটাও তৈরি হচ্ছে ধীরে ধীরে, ‘আমি এখনও মনে করি ওদের ব্যাট ও বলে বারুদে শক্তি আছে। যা দিয়ে পথ পাড়ি দেওয়া সম্ভব। একই সঙ্গে চাপটাও কিন্তু বেড়ে যাচ্ছে।’ তাই তিনি মনে করেন সেমিফাইনালে যেতে হলে এখন জয় ভিন্ন কোনও পথ খোলা নেই ক্যারিবীয়দের সামনে, ‘সেমিফাইনালের আশা টিকিয়ে রাখতে হলে এখন প্রতিটি ম্যাচই তাদের জিততে হবে। নিউজিল্যান্ড আর ভারত ম্যাচ মাথায় রেখে শেষ চারে যেতে হলে ১১ পয়েন্টই যথেষ্ট। তাই এখন না হলে আর কখনও নয়।’