হেরে সংবাদ সম্মেলনে আসেনি শ্রীলঙ্কা!

Sri-Lankan-cricketers-walk-back-to-the-dressing-room-after-winning-the-seventh-match-of-the-Asia-Cup-one-day-cricket-tournament-between-Sri-Lanka-and-Afghanistan2আইসিসির প্রতি পক্ষপাতের অভিযোগ এনে এবার ঔদ্ধত্য দেখালো শ্রীলঙ্কা। অস্ট্রেলিয়ার কাছে ম্যাচ হেরে নির্ধারিত সংবাদ সম্মেলনে আসেনি শ্রীলঙ্কা দলের কেউ! আইসিসির নিয়ম ভঙ্গ করায় এখন বড় শাস্তি অপেক্ষা করছে শ্রীলঙ্কার সামনে!

দ্য ওভালে দিমুথ করুনারত্নের দল অস্ট্রেলিয়ার কাছে হেরেছে ৮৭ রানে। তাতে সেমি ফাইনালে যাওয়ার আশা ক্ষীণই বলা চলে। নিয়ম অনুযায়ী ম্যাচ শেষে আইসিসি নির্ধারিত মিক্সড জোনে সংবাদ সম্মেলনে আসার কথা ছিল লঙ্কান দলের একজনকে।

যখন শ্রীলঙ্কাকে এ ব্যাপারে বলা হয় তখন তারা সাফ না করে দেন আয়োজকদের! এমন আচরণে বড় ধরনের শাস্তিমূলক পদক্ষেপ অপেক্ষা করছে তাদের বিরুদ্ধে। আইসিসির এক মুখপাত্র জানিয়েছেন তেমনটা, ‘হ্যাঁ, শ্রীলঙ্কা আমাদের না করেছে যে তারা আসবে না। আইসিসি তাদের সঙ্গে কথা বলবে।’

তার একদিন আগে আইসিসির সমালোচনায় মুখর ছিলেন লঙ্কান দলের ম্যানেজার আশান্থা ডে মেল, ‘এটা বিশ্বকাপ যেখানে দশটি দলকেই সমান চোখে দেখা উচিত।’ তিনি এ সময় আইসিসির বিরুদ্ধে পক্ষপাতেরও অভিযোগ করেন। দ্য টাইমস অব ইন্ডিয়া।