এখনও সেরা একাদশের খোঁজে অস্ট্রেলিয়া

Australiaবিশ্বকপে ৫ ম্যাচের ৪টিতে জেতার পরও সেরা একাদশ নিয়ে ভাবতে হচ্ছে অস্ট্রেলিয়াকে। পয়েন্ট টেবিলে শীর্ষের দিকে থাকলেও তারা মনে করছে সেরা একাদশটা খুঁজে পায়নি। সহকারী কোচ ব্র্যাড হ্যাডিনও জানালেন সেরা একাদশটা এখনও খুঁজে পায়নি অজিরা!

অবশ্য জেতা ৪ ম্যাচের সবকটিতেই দাপুটে জয়ের মতো পরিস্থিতি ছিল না অস্ট্রেলিয়ার। তার ওপর মার্কাস স্টোইনিসের ইনজুরি ভারসাম্যটা আরও অসম করে দিয়েছে। এই অবস্থায় হ্যাডিন মনে করছেন, ‘এই মুহূর্তে আমরা সেরা একাদশ বাছাইয়ের খোঁজে আছি। মার্কাসের ইনজুরি মূলত এমন পরিস্থিতি তৈরি করেছে। ওর মতো অলরাউন্ডার অনেক গুরুত্বপূর্ণ ছিল দলের জন্য।’

হ্যাডিন বলেছেন অস্ট্রেলিয়া ম্যাচ জিততে থাকলেও সেরা ছন্দটা খুঁজে পায়নি এখনও। সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে পরিস্থিতিটাকে বিপজ্জনক বলেই মনে করেন তিনি, ‘এই মুহূর্তে আমাদের জন্য ভালো দিক হলো এখনও জিতে যাচ্ছি। তবে এখনও সেরা ছন্দটা কিন্তু খুঁজে পাইনি। সামনে এগিয়ে যেতে গেলে এটা কিন্তু হুমকি স্বরূপ।’

স্মিথ ও ওয়ার্নার আসায় দলে কিছু পরিবর্তন আনতেই হয়েছে অস্ট্রেলিয়াকে। ওয়ার্নার ও ফিঞ্চ ওপেনিং করায় উসমান খাজা নামছেন তিন অথবা চার নম্বরে। আবার পাকিস্তানের বিপক্ষেও ৬ নম্বরে নেমে খেলতে হয়েছে। তাতে একজন ব্যাটসম্যানের প্রত্যাশিত ভূমিকাটা অনিশ্চিত হয়ে পড়তে পারে।

একইভাবে গ্লেন ম্যাক্সওয়েলের অবস্থান পরিবর্তন নিয়েও আলোচনা হচ্ছে সম্প্রতি। এই দুজনকে উঠিয়ে নামিয়ে খেলানোর ব্যাখ্যায় হ্যাডিন বললেন, ‘গ্লেন কিন্তু বিস্ফোরক একজন ব্যাটসম্যান। শ্রীলঙ্কার বিপক্ষে ও একাই দৃশ্যপট পাল্টে দিয়েছে। আর দলের প্রয়োজনে ওকে সেরা অবস্থানেও ফিট হওয়াটা প্রয়োজন। ওকে উপরে উঠিয়ে-নামিয়ে খেলাতে সিদ্ধান্তটা হয়তো ঝুঁকি ছিল। কিন্তু ওদের সঙ্গে এ নিয়ে অনেক কথা হয়েছে।’