সেমি ভাগ্যটা এখন নিজেদের হাতে: মরগান

এউইন মরগান।অস্ট্রেলিয়ার কাছে হেরে বিশ্বকাপে নিজেদের সেমির পথটা আরও জটিল করে তুলেছে ইংল্যান্ড। এমন পরিস্থিতিতে সেমি ভাগ্যটা এখন নিজেদের হাতে বলে মনে করেন ইংলিশ অধিনায়ক এউইন মরগান।

পয়েন্ট টেবিলে এখনও চারে রয়েছে ইংল্যান্ড। বাংলাদেশের চেয়ে একটি পয়েন্ট বেশি নিয়ে এগিয়ে তারা। সেরা চারে যারা থাকবে তারাই যাবে সেমিফাইনালে। অস্ট্রেলিয়ার কাছে হারের পর মরগান স্বীকার করলেন হেরে যাওয়া ম্যাচটিতে পার্টনারশিপ গড়ে উঠেনি তাদের ঠিকমতো, ‘শুরুতে অনেক ভুল ছিল। উইকেট ভালো ছিল কিন্তু চ্যালেঞ্জিংও ছিল। শুরুতে উইকেট পড়ে যাওয়াটা মোটেও সুখকর নয়। এমনকি আমরা জুটিও গড়তে পারিনি।’

উইকেট নিয়ে তার মন্তব্য, ‘উইকেট শুরুতে নরম ছিল। টস জিতে ব্যাটিং নিলে বিপদ বাড়তো। তবে শুরুতে ২৫ ওভার ওরা আমাদের ওপর চেপে খেলেছে। তারপরেই আমাদের বোলাররা চেপে ধরেছে। এক সময় মনে হচ্ছিল স্কোর ৩৪০ থেকে ৩৫০ হতে পারতো।’

এখন পরিস্থিতি যা তাতে মরগান মনে করেন সেমি ভাগ্য তাদের নিজেদেরই হাতে, ‘পরিস্থিতি এখন যা দাঁড়িয়েছে সেটা সত্যিই হতাশাজনক। আমাদের ভাগ্যটা এখন আমাদের হাতে।’