সুস্থ হয়ে উঠছেন লারা

সুস্থ হয়ে উঠছেন ব্রায়ান লারা।ক্রিকেট দুনিয়া শুরুতে উদ্বিগ্ন হয়ে পড়েছিল এমন খবরে। হঠাৎ বুকে ব্যথা বোধ করায় দ্রুত হাসপাতালে ভর্তি হতে হয়েছিল ব্রায়ান লারাকে। ক্রিকেটের বরপুত্রের এমন শারীরিক অবস্থায় সাবেক কিংবদন্তিরাও উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। তার সুস্থতা কামনা করে বার্তা দিচ্ছিলেন সোশ্যাল মিডিয়ায়। অবশেষে ব্রায়ান লারা জানালেন, তেমন কিছু হয়নি তার। দ্রুত সুস্থ হয়ে উঠবেন তিনি।

টিভিতে বিশ্বকাপের বিশ্লেষণ করতে এখন ভারতের মুম্বাইয়ে অবস্থান করছেন লারা। জিম সেশন করতে গিয়ে বুকে হাল্কা ব্যথা উঠেছিল তার। হাসপাতালে নেওয়ার খবরটা দ্রুত ছড়িয়ে পড়লে তাকে নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে লারা ভক্তসহ অনেকেই।

লারার চিকিৎসকরা অবশ্য জানিয়ে দিয়েছেন তেমন গুরুতর কিছু হয়নি। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের টুইটার থেকে লারা নিজে উদ্যোগী হয়েই বার্তা দিয়েছেন সবার উদ্দেশ্যে, ‘পরীক্ষার রিপোর্ট ইতোমধ্যে চলে এসেছে। তারা আনন্দিত যে গুরুতর কিছু হয়নি। আশা করছি দ্রুতই পুরোপুরি সুস্থ হয়ে ফিরবো।’

টেস্টে ব্যক্তিগত সর্বাধিক ৪০০ রানের রেকর্ডধারী লারা জানিয়েছেন সকালে জিম করতে গিয়ে বিপত্তিটা বাধে তার, ‘সকালে জিমে হয়তো বাড়তি চাপ নিয়ে ফেলেছিলাম। এরপর থেকে বুকে ব্যথা করছিল।’

সবাই উদ্বিগ্ন হয়ে পড়াতে তাই তিনি আশ্বস্ত করলেন এভাবে, ‘সবাইকে বলতে চাই আমি ভালো আছি। দ্রুত সুস্থ হয়ে উঠবো, হোটেলেও ফিরে যাবো।’-রয়টার্স।