এক ম্যাচ নিষিদ্ধ মেসি, সঙ্গে জরিমানা

লিওনেল মেসি। কোপা আমেরিকায় বিতর্কিত লাল কার্ড পেয়েছিলেন লিওনেল মেসি। সেই লাল কার্ড প্রাপ্তি ক্ষতিই ডেকে আনলো তার। নিষিদ্ধ হলেন বিশ্বকাপ বাছাইয়ের একটি ম্যাচে।

অবশ্য কোপা আমেরিকায় রেফারিং নিয়ে বাজেভাবে সমালোচনায় করায় এর সঙ্গে জরিমানাও গুণতে হচ্ছে তাকে। মেসিকে ১ হাজার ৫০০ ডলার জরিমানা করেছে দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল।

সেমিফাইনালে স্বাগতিক ব্রাজিলের কাছে হেরে বিদায় নিতে হয় আর্জেন্টিনাকে। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে চিলির গ্যারি মেদেলের সঙ্গে ধাক্কা ধাক্কি করে মেসি পান লাল কার্ড। নিয়ম অনুযায়ী পরের ম্যাচে এমনিতেই নিষিদ্ধ হওয়ার কথা ছিল তার।  

মেসি অবশ্য নিজের করা মন্তব্য নিয়ে পরে ক্ষমা চাইলেও কনমেবল নিষেধাজ্ঞার শাস্তিটি বহাল রেখেছে। সঙ্গে যোগ করেছে জরিমানা! দক্ষিণ আমেরিকান বাছাই শুরু হবে আগামী মার্চে।  

মেসির মতো শাস্তির মুখোমুখি হয়েছেন আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন প্রধান ক্লদিও তাপিয়া। মেসির মতো একই সুরে কথা বলায় তাকে ফিফার কাউন্সিল পদ থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কনমেবল। তারা জানিয়েছে নির্বাচনের মাধ্য আর্জেন্টিনার এই পদটি পূরণ করা হবে।- ইএসপিএন।