ব্যাটিংয়ে বাংলাদেশ, ২০১৬ সালের পর দলে তাইজুল

টস করছেন তামিম ও করুনারত্নে।শ্রীলঙ্কায় সিরিজের প্রথম ওয়ানডেতে না পারলেও দ্বিতীয় ওয়ানডেতে টস জিতেছে বাংলাদেশ। সমতা ফেরানোর ম্যাচে লঙ্কানদের বিপক্ষে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক তামিম ইকবাল। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বেলা ৩টায় শুরু হচ্ছে এই ম্যাচ।

মালিঙ্গার বিদায়ী প্রথম ওয়ানডেতে ৯১ রানে হেরে যাওয়ায় দ্বিতীয় ম্যাচটি বাংলাদেশের জন্য বাঁচা-মরার লড়াই। আজ জিতলে সিরিজে টিকে থাকবে সফরকারীরা। আজকে বাংলাদেশ দলে একটি পরিবর্তন এসেছে। বাদ পড়েছেন পেসার রুবেল হোসেন। তার বদলে এসেছেন বামহাতি স্পিনার তাইজুল। ২০১৬ সালের পর ওয়ানডে দলে ফিরলেন তিনি। 

শ্রীলঙ্কা দলে আনা হয়েছে দুই পরিবর্তন। বাদ পড়েছেন থিসারা পেরেরা। একই সঙ্গে মালিঙ্গার বিদায় হওয়ায় উদানা ও আকিলা ফিরেছেন একাদশে।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শফিউল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা একাদশ: আভিষ্কা ফার্নান্ডো, দিমুথ করুনারত্নে (অধিনায়ক), কুশল পেরেরা, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুজ, লাহিরু থিরিমানে, ধনাঞ্জয়া ডি সিলভা, আকিলা ধনাঞ্জয়া, ইসুরু উদানা, নুয়ান প্রদীপ ও লাহিরু কুমারা।