পুরোপুরি ক্রিকেট ছাড়ার ঘোষণা ম্যাককালামের

ক্রিকেট থেকে পুরোপুরি অবসরে ব্রেন্ডন ম্যাককালাম।জাতীয় দল থেকে অবসর নিলেও বিশ্বব্যাপী টি-টোয়েন্টি লিগ খেলে যাচ্ছিলেন সাবেক নিউজিল্যান্ড অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। অবশেষে ক্রিকেটকে পুরোপুরি ছেড়ে দেওয়ার ঘোষণা দিলেন কিউই ক্রিকেটার। চলমান গ্লোবাল টি-টোয়েন্টি খেলে বিদায় বলবেন ক্রিকেটকে। সেখানে টরোন্টো ন্যাশনালের হয়ে খেলছেন তিনি।

অবশ্য আগস্টের ৩০ তারিখ ইউরো টি-টোয়েন্টি স্লামের উদ্বোধনী আসরেও খেলার কথা ছিল তার। অবসরের ঘোষণা দিয়ে দেওয়ায় সেখানে আর খেলা হচ্ছে না মারকুটে এই ক্রিকেটারের। টুইটারে ম্যাককালাম জানিয়েছেন, ‘গর্ব আর সন্তুষ্টির সঙ্গেই সব ধরনের ক্রিকেট থেকে পুরোপুরি অবসরের ঘোষণা করছি। কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি আমার শেষ টুর্নামেন্ট।’

তিনি সরাসরি জানিয়ে দিয়েছেন, ইউরো টি-টোয়েন্টিতেও খেলবেন না তিনি, ‘ইউরো টি-টোয়েন্টি স্লামে খেলতে পারছি না। তবে আয়োজকদের ধন্যবাদ জানাই তারা আমার সিদ্ধান্তটি বুঝতে পেরেছে ও সমর্থন জানিয়েছে বলে।’

২০১৫ সালে অবসরের পর থেকে টি-টোয়েন্টি ক্রিকেটে চাহিদা সৃষ্টি করেছেন ম্যাককালাম। আইপিএলে চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলেছেন। বিগ ব্যাশে ব্রিসবেন হিট, পিএসএলে লাহোর কালান্দার্স ও সিপিএলে ত্রিনবাগো নাইট রাডার্সের হয়ে খেলেছেন এই সময়। পড়তি ফর্মের কারণে ২০১৮ সালে আইপিএলে দল পাননি। তারপর ফেব্রুয়ারিতে বিগ ব্যাশ থেকেও নিজেকে সরিয়ে নেন।