নেইমারকে ছাড়াই নামছে পিএসজি

নেইমারের ভবিষ্যৎ এখনও অনিশ্চিত! বার্সেলোনায় আবার ফিরছেন নেইমার! এমন গুঞ্জন শোনা গেলেও চূড়ান্ত কোনও খবর জানায়নি নেইমারের বর্তমান ক্লাব প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি)। তবে অনিশ্চিত পরিস্থিতিতে পিএসজিও ভিন্ন কৌশলে হাঁটছে। দ্বিতীয় সপ্তাহের মতো দলে রাখেনি নেইমারকে।

গত সপ্তাহেও ২৭ বছর বয়সী ফরোয়ার্ডকে রাখা হয়নি। পিএসজির ম্যাচটি ছিল নিমের বিপক্ষে। সেই সপ্তাহেই বার্সা ও পিএসজির মাঝে আলোচনা হচ্ছিল। চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়ায় রবিবার রেনের বিপেক্ষেও রাখা হয়নি নেইমারকে।  কোচ থমাস তুখেল অবশ্য বলছেন খেলার জন্য ফিট নন নেইমার, ‘রবিবারের খেলায় সে কিন্তু আমাদের সঙ্গে থাকছে না। সে এখনও পুরোপুরি ফিট নয়।’

তবে পিএসজি কোচ এটা মেনে নিয়েছেন ক্লাবটিতে ভবিষ্যৎ অনিশ্চিত নেইমারের। তিনি অবশ্য মনে করেন, ‘যদি পিএসজির শক্তিশালী টিমের কথা ধরেন, সেখানে নেইমার অবশ্যই থাকবে।’

নিমের বিপক্ষে পিএসজির জয়ের দিনেও নেইমারকে নিয়ে ঘটেছে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা। কিছু ভক্ত ব্যানারে ‘নেইমার চলে যাও’ লিখে দাঁড়িয়েছিল স্টেডিয়ামে। তার পরে ক্লাবটির স্পোর্টিং ডিরেক্টর জানিয়েছেন, আলোচনা আগের তুলনায় আরও এগিয়েছে।