ওসাকার জয়, অঘটনের শিকার হালেপ

প্রত্যাশিত জয় পেয়েছেন ওসাকা। ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ডে প্রত্যাশিত জয় পেয়েছেন নাওমি ওসাকা। তবে অঘটনের শিকার হয়েছেন চতুর্থ বাছাই সিমোনা হালেপ। দ্বিতীয় রাউন্ডে হেরে গেছেন ১১৬ র‌্যাংকিংয়ের টেইলর টাউন্সেন্ডের কাছে।

২৩ বছর বয়সী টাউন্সেন্ডকে অবশ্য প্রথম সেটে হারিয়ে শুরু করেছিলেন উইম্বলডন চ্যাম্পিয়ন হালেপ। যদিও সেই প্রথম সেটের ছন্দ পরে ধরে রাখতে পারেননি। হেরে যান ৬-৩, ৭-৬ (৭-৪) গেমে।

অপর দিকে ওসাকা আধিপত্য বিস্তার করে খেলেছেন দ্বিতীয় রাউন্ডে। র‌্যাংকিংয়ের ৫৩ নম্বর মাগদার বিপক্ষে অপ্রতিরোধ্যই দেখা গেছে ওসাকাকে। জয় তুলে নেন ৬-২, ৬-৪ গেমে। দুই সেটে জিততে পেরে খু্ব উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি, ‘সত্যি ভালো লাগছে, তিন সেটে খেলতে হয়নি বলে।’

অপর দিকে চেক ষষ্ঠ বাছাই পেত্রো কেভিতোভাকে বিদায় দিয়েছেন জার্মানির আন্দেয়া পেতকোভিচ। ৮৮ নম্বর পেতকোভিচ দুইবারের উইম্বলডন জয়ীকে হারিয়েছেন ৬-৪, ৬-৪ গেমে।