হ্যাটট্রিক না পেলেও সন্তুষ্ট রোচ

কেমার রোচ। টেস্টে ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের দলীয় পারফরম্যান্স নিষ্প্রভ হলেও ব্যক্তি পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন পেসার কেমার রোচ। জসপ্রিত বুমরাহ দ্বিতীয় টেস্টে দেখা পেয়েছেন হ্যাটট্রিকের। তার মতো একই টেস্টের দ্বিতীয় ইনিংসে কাছে গিয়েও অল্পের জন্য হ্যাটট্রিক পাননি ক্যারিবীয় এই পেসার।

কিংসটনে দ্বিতীয় ইনিংসে তার আগুনে বোলিংয়ে ২৮ রানে ৩ উইকেটের পতন ঘটে ভারতের। লোকেশ রাহুল, মায়াঙ্ক আগারওয়াল ও বিরাট কোহলিকে বিদায় দেন তিনি। এর মধ্যে রাহুল ও কোহলিকে ফেরান পর পর দুই বলে। হ্যাটট্রিক বলে অবশ্য অল্পের জন্য রক্ষা পেয়েছেন আজিঙ্কা রাহানে। বল ইনসাইড এজ হয়ে চলে যায় বাউন্ডারিতে। অল্পের জন্য তা স্টাম্পে আর আঘাত করেনি। সেই মুহূর্তের কথা বলতে গিয়ে রোচ জানান, ‘দুর্ভাগ্যতো অবশ্যই। ইনসাইড এজ হয়ে স্টাম্প মিস করেছিল। অবশ্য যা হয়েছে তাতেও আমি সন্তুষ্ট।’

হ্যাটট্রিকের কাছে গিয়ে তা না পেলেও হতাশ নন তিনি, বরং জানালেন, ‘অনুভূতিটা তো অসাধারণ। ভারতের মতো এমন শক্তিশালী ব্যাটিং লাইনের বিপক্ষে হ্যাটট্রিকের কাছাকাছি যাওয়া। এমন অনুভূতি সত্যিই অসাধারণ। পরের বার ভাগ্য সহায় হলে তা আমার দিকেই আসবে।’

অবশ্য তিন উইকেট শিকারের মধ্য দিয়ে ওয়েস্ট ইন্ডিজ গ্রেট ওয়েস হলকে পেছনে ফেলেছেন তিনি। ৫৫ টেস্টে নিয়েছেন ১৯৩ উইকেট। হলের ছিল ৪৮ টেস্টে ১৯২ উইকেট।