আবার কোর্টে ফেরার ঘোষণা কিম ক্লাইস্টার্সের

আবার কোর্টে ফিরছেন কিম ক্লাইস্টার্স।একটা সময় টেনিস কোর্টে দাপিয়ে বেরিয়েছেন কিম ক্লাইস্টার্স। সংসারিক জীবন শুরুর আশায় আগেভাগে অবসরের ঘোষণা দিলেও বিরতি দিয়ে মাঝপথে ফিরেছিলেন কোর্টে। কিছুদিন খেলে ফের অবসরে চলে গিয়েছিলেন। দীর্ঘ বিরতি দিয়ে পুনরায় টেনিস কোর্টে ফেরার ঘোষণা দিয়েছেন সাবেক এই এক নম্বর। আপাতত খেলবেন ডাব্লিউটিএ’র ট্যুর ম্যাচগুলো।

অবশ্য এবারই প্রথম অবসর ভেঙে ফেরার ঘোষণা দেননি ক্লাইস্টার্স। ২০০৭ সালে প্রথমবার অবসরের ঘোষণা দিয়েছিলেন। নিজের পরিবারের প্রতি মনোনিবেশ করতে এমন সিদ্ধান্ত নিয়েছিলেন। দুই বছর বিরতি দিয়ে আবারও কোর্টে ফেরেন ২০০৯ সালে। তখনও ধার কম ছিল না। দ্বিতীয়বার অবসরের ঘোষণার আগে তিনটি গ্র্যান্ড স্লাম জিতে পুনরায় টেনিসকে বিদায় বলেন ২০১২ সালে।

৩৬ বছর বয়সী এই বেলজিয়ানের নতুন করে টেনিসে ফেরার কারণ অবশ্য প্রেরণা। সেরেনা উইলিয়ামস মা হওয়ার পরেও দিব্যি টেনিস খেলে যাচ্ছেন। আবার ক্লাইস্টার্সের তুলনায় বয়সও তার এক বছর বেশি! সেই সেরেনাকে প্রেরণা মানছেন তিনি। পুনরায় ফেরার প্রশ্নে নিজেই জানালেন এমন তথ্য, ‘টেনিসের উঁচু পর্যায়ে নিজেদের উজাড় করে দিতে সর্বোচ্চটা দিচ্ছে মায়েরা। এটাই আমাকে প্রেরণা দিচ্ছে।’

ক্লাইস্টার্স অবশ্য স্পষ্ট করেছেন নতুন করে কিছু প্রমাণ করতে যাচ্ছেন না তিনি, ‘আমার মনে হয় না নতুন করে প্রমাণের কোনও বিষয় এর সঙ্গে জড়িত। আমার কাছে মনে হয় এটা আমার জন্য একটা চ্যালেঞ্জ।’

সাবেক এক নম্বর ক্লাইস্টার্স জানিয়েছেন, আগামী জানুয়ারিতে ফিরবেন তিনি। তবে খেলার সূচিটা হবে তার ইচ্ছে মতো।