বিতর্কিত পেনাল্টিতে হতাশ ইয়ুর্গেন ক্লপ

লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ হতাশা প্রকাশ করলেন পেনাল্টি সিদ্ধান্তে। চ্যাম্পিয়নস লিগে গতবারের মতো নাপোলির বিপক্ষে আবারও খেই হারালো লিভারপুল। নাপোলি ম্যাচটা ২-০ গোলে জেতার পর বিতর্কিত এক পেনাল্টি নিয়ে হতাশা চেপে রাখলেন না লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ। তবে শিষ্যদের ভুলগুলোকে অস্বীকার করেননি তিনি!

৮২ মিনিটে লিভারপুল লেফটব্যাক অ্যান্ডি রবার্টসনের কড়া চ্যালেঞ্জে ডি বক্সে পড়ে গিয়েছিলেন নাপোলি উইঙ্গার হোসে ক্যালেহন। তাতেই পেনাল্টি থেকে গোল করে এগিয়ে যায় নাপোলি। অবশ্য এই পেনাল্টিটি বৈধ ছিল কিনা এ নিয়ে তুমুল বিতর্ক চলছে সবখানে। খোদ লিভারপুল কোচ ক্লপ হতাশা প্রকাশ করলেন এমন সিদ্ধান্তে, ‘আমি আর কী বলবো? আমার কাছে মনে হয়েছে এটা স্পষ্ট পেনাল্টি ছিল না। কারণ কোনও ধরনের শারীরিক সংযোগের আগে ক্যালেহন লাফ দিয়েছিল।’

পেনাল্টিতে গোল হওয়ার পর আরও পিছিয়ে যায় লিভারপুল। তবে হারের কারণ হিসেবে নিজেদের ত্রুটিগুলোকে তুলে ধরলেন লিভারপুল কোচ, ‘অবশ্য তা পরিবর্তন যোগ্য ছিল না। তবে আমাদের নিজেদের দোষগুলাকেও দেখতে হবে বেশি করে। আমরা আরও ভালো করতে পারতাম।’

পেনাল্টি থেকে প্রথম গোলের পর ইনজুরি সময়ে ৯২ মিনিটে আরেকটি গোল হলে ২-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে নাপোলি। সেই ম্যাচ নিয়ে ক্লপের মূল্যায়ন, ‘ওরা ভালো করেছে প্রতিটি মুহূর্তে। আমরা ভালো ফুটবল খেললেও ফিনিশিংটা হয়নি। আমাদের সুযোগ এসেছিল, তবে সেগুলো কাজে লাগাতে পারিনি।’