ফাইনালে একপা রিয়ালের

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে এক পা দিয়েই রাখলো স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। সেমিফাইনালের প্রথম লেগে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখকে ১-০ গোলে হারিয়েছে কোচ কার্লো আনচেলোত্তির শিষ্যরা। সান্তিয়াগে বার্নাব্যুতে নিজেদের ছায়া হয়ে খেলেছে রিয়াল। বল দখলের লড়াইয়ে দুই অর্ধে এগিয়ে ছিল জার্মান জায়ান্টরা। তবে ভাগ্যদেবী সহায় ছিল না বলেই ম্যাচে গোলের দেখা পায়নি পেপ গার্দিওলার শিষ্যরা। ম্যাচে একমাত্র গোলটি এসেছে প্রথমার্ধে। ১৯ মিনিটে ফ্যাবিও কোয়েন্ত্রেওর ক্রস থেকে লক্ষ্যভেদ করেন রিয়ালের ফরাসী স্ট্রাইকার কারিম বেনজেমা। এই একটি গোলই ম্যাচের নির্ধারক হয়ে থাকে শেষ পর্যন্ত। ভাগ্যদেবী যে বায়ার্নের প্রতি সহায় ছিল না ম্যাচের পরিসংখ্যানই তা বলে দেয়। যেখানে পুরো ম্যাচে বায়ার্ন কর্ণার আদায় করতে পেরেছিল ১৫টি। আর রিয়াল মাত্র ৩টি! বল পাসিংয়ের দিকে তাকালেও চোখ কপালে তুলতে হবে। যেখানে ৭০৫ বার বল পাস করে গোলের দেখা পায়নি বায়ার্ন। সেখানে মাত্র ২৭৬ বার বল পাস করে শেষ হাসি হেসেছে রিয়াল মাদ্রিদ। তবে ঘটনা যাই ঘটুক। এ ম্যাচ জয়ের মধ্যদিয়ে ১২ বছর পর চ্যাম্পিয়ন্স লিগে ফাইনাল খেলার স্বপ্ন দেখছে রিয়াল মাদ্রিদ!