১১ বছর পর নাদালের হার!

বার্সেলোনা ওপেনে টানা ৪১ ম্যাচে অপরাজিত থেকে অবশেষে হারের স্বাদ নিয়েছেন বিশ্বর‌্যাঙ্কিংয়ের এক নম্বর রাফায়েল নাদাল। তবে তার ৪২তম ম্যাচে এসে তাকে যিনি থামতে বাধ্য করলেন, তিনি তার স্বদেশি নিকোলাস আলমাগ্রো। প্রায় তিন ঘণ্টার দ্বৈরথ শেষে প্রতিযোগিতার আটবারের চ্যাম্পিয়ন নাদালকে ২-৬, ৭-৬ (৭/৫), ৬-৪ গেমে হারিয়েছেন আলমাগ্রো। এর ফলে ২০০৩ সালের পর বার্সেলোনায় এই প্রথম পরাজিত হলেন ক্লে কোর্টের রাজা নাদাল। শেষ বার মাত্র ১৫ বছর বয়সে বার্সেলোনায় খেলতে এসে পরাজয়ের তিক্ত স্বাদ আস্বাদন করেছিলেন তিনি। এরপর প্রায় একযুগ পরে সেই অভিজ্ঞতা পেলেন শনিবার। উল্লেখ্য, এর আগে ১০ বার মুখোমুখি লড়াইয়ে প্রত্যেকবারই নাদালের কাছে ধরাশায়ী হয়েছিলেন আলমাগ্রো। কিন্তু বার্সলোনা ওপেনের কোয়ার্টার ফাইনালে নাদালকে হারিয়ে শেষ পর্যন্ত তৃপ্তির ঢেকুর তুললেন তিনি।