বার্সার বিবর্ণ শুরুর দায় নিচ্ছেন ভালভারদে

বার্সেলোনা কোচ ভালভারদে। লা লিগায় ২৫ বছরের ইতিহাসে বিবর্ণ দেখা গেলো বার্সেলোনাকে। সবশেষ অবনমন অঞ্চল থেকে উঠে আসা গ্রানাদার কাছে ২-০ গোলে হারের পর পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে আরও বেগতিক। বার্সা কোচ এরনেস্তো ভালভারদে অবশ্য সব দোষ নিজের কাঁধেই নিচ্ছেন।

লা লিগায় এখন পর্যন্ত বিব্রতকর অবস্থায় রয়েছে বার্সেলোনা। সব প্রতিযোগিতা মিলিয়ে অ্যাওয়ে ম্যাচে শেষ ৭টিতে জয় নেই বার্সার। এই অবস্থায় বার্সা কোচের ওপর চাপটা বাড়ছে আরও। ভালভারদে অবশ্য সব দায় নিজের কাঁধেই নিচ্ছেন, ‘শেষ দিকে কোচকেই দায়ী করা হয়। যা হয়েছে তার জন্য আমি নিজেকে দায়ী মনে করি।’

ম্যাচ নিয়ে তার মূল্যায়ন, ‘আপনি হারতেই পারেন কিন্তু যখন আপনি হারবেন আপনাকে জেতার মতো সামর্থ্য থাকতে হবে। আজকে জেতার মতো সামর্থ্য আমাদের ছিল না।’

ঘরের বাইরে নিজেদের ফলাফল ভালো না হওয়ায় আক্ষেপ ঝরেছে তার কণ্ঠে, ‘অ্যাওয়ে ম্যাচে ভালো ফল আদায় করতে পারছি না। আমরা আধিপত্য বিস্তার করছি ঠিকই তবে তা গোলে রূপ দিতে পারছি না। আর এটাও সত্যি প্রতিপক্ষই শুরুর গোলটা করেছে।’