প্রথমবারের মতো মাঠে গড়াবে বঙ্গমাতা আন্তর্জাতিক ভলিবল

বঙ্গমাতা আন্তর্জাতিক ভলিবলের লোগো ও ট্রফি উন্মোচন।প্রথমবারের মতো মাঠে গড়াচ্ছে বঙ্গমাতা এশিয়ান সিনিয়র ওমেন্স সেন্ট্রাল জোন আন্তর্জাতিক ভলিবল চ্যাম্পিয়নশিপ। ছয় দলের অংশগ্রহণে আগামী ৯ থেকে ১৪ নভেম্বর ঢাকায় হবে এই টুর্নামেন্ট। বৃহস্পতিবার এই প্রতিযোগিতার লোগো ও ট্রফি উন্মোচিত হয়েছে।

স্বাগতিক বাংলাদেশ ছাড়াও এতে অংশ নেবে- আফগানিস্তান, কিরগিজস্তান, মালদ্বীপ, নেপাল ও তুর্কমেনিস্তান।

রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু। এ সময় প্রতিযোগিতার সাংগঠনিক কমিটির চেয়ারম্যান ও বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি, ফেডারেশনের সভাপতি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম উপস্থিত ছিলেন।