বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নেই কোহলি?

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে খেলছেন না কোহলি।নভেম্বরে ভারত সফরে দুটি টেস্ট ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। টি-টোয়েন্টি এই সিরিজে খেলা হচ্ছে না ভারতের অধিনায়ক বিরাট কোহলির! এমন খবরই জানাচ্ছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো। টানা খেলতে থাকার ধকল সামলাতে তাকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত হয়েছে আসন্ন এই সিরিজে।

গত মার্চ থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে টানা খেলেছেন কোহলি। অধিনায়ক টানা খেললেও দলের অনেক ক্রিকেটারই এই সময়ে বিশ্রাম নিয়েছেন। বোর্ডের এক মুখপাত্র সংবাদ সংস্থা ইন্দো এশিয়ান নিউজ সার্ভিসকে জানিয়েছেন, ‘হ্যাঁ, এটা পুরোপুরি নিশ্চিত যে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে কোহলিকে খেলানো হচ্ছে না। তার একটা বিরতি দরকার। এই সময়ে অস্ট্রেলিয়া সিরিজ, আইপিএল ও বিশ্বকাপে টানা খেলার ধকল গেছে তার ওপর। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা সিরিজেও খেলছে। এই ধকল সামলানোটা জরুরি। যাতে তারা ফুরফুরে থাকতে পারেন সব সময়।’

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল নির্বাচন শেষ হবে ২৪ অক্টোবর। কোহলি টি-টোয়েন্টি সিরিজে না খেললেও বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে খেলবেন।

৩ নভেম্বর দিল্লিতে টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে বাংলাদেশের মিশন। ৭ নভেম্বর রাজকোটে দ্বিতীয় কুড়ি ওভারের ম্যাচ খেলে নাগপুরে শেষ টি-টোয়েন্টিতে নামবে দুই দিন পর। দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে ১৪ নভেম্বর। ইন্দোরে প্রথম টেস্টের পর ২২ নভেম্বর দ্বিতীয় ও শেষ টেস্ট হবে কলকাতায়।