ভারত সফর থেকে ছিটকে গেলেন সাইফউদ্দিন

চোটের কারণে খেলা হচ্ছে না সাইফউদ্দিনের। পিঠের চোটে অনেক দিন ধরেই ভুগছিলেন পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিন। এখনও সুস্থ হয়ে না ওঠায় ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন তিনি। বাংলা ট্রিবিউনকে তার না খেলার বিষয়টি জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

সম্প্রতি ঘোষিত ১৫ সদস্যের দলে নাম ছিল সাইফউদ্দিনের। চোটের সবশেষ স্ক্যান রিপোর্ট আশাব্যাঞ্জক না হওয়ায় তার বিকল্প ভাবতে বাধ্য হচ্ছে টিম ম্যানেজমেন্ট। পিঠের চোটটা ভালো অবস্থায় নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচক নান্নু, ‘ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তার খেলা হচ্ছে না। এখন ফিজিওর সঙ্গে আলোচনা করে বিস্তারিত জানানো হয়তো সম্ভব হবে।’

ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপেও একই সমস্যায় ভুগেছেন সাইফ। তখন পেইনকিলার নিয়ে খেলা চালিয়ে গেছেন। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সফরেও ছিটকে যান ইনজুরির কারণে।

৩ নভেম্বর দিল্লিতে টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে বাংলাদেশের মিশন। ৭ নভেম্বর রাজকোটে দ্বিতীয় কুড়ি ওভারের ম্যাচ খেলে নাগপুরে শেষ টি-টোয়েন্টিতে নামবে দুই দিন পর।