টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

দ্বিতীয় টি-টোয়েন্টির টসের মুহূর্ত। ঘূর্ণিঝড় মহা’র প্রভাবে বৃষ্টির শঙ্কা ছিল বাংলাদেশ-ভারত দ্বিতীয় টি-টোয়েন্টিতে। রাজকোটে সেই শঙ্কার মেঘ কেটে নির্ধারিত সময়েই গড়াচ্ছে বাংলাদেশের ইতিহাস গড়ার এই ম্যাচ। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে ভারত। দুই দলই নামছে অপরিবর্তিত একাদশ নিয়ে। 

সংক্ষিপ্ত এই সংস্করণে এই প্রথম ভারতকে হারিয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচটিতে জিতেছে ৭ উইকেটে। আজকে জয় পেলে ভারতের মাটিতে প্রথম কোনো সিরিজ জিতবে মাহমুদউল্লাহর দল। 

ব্যাটিং বান্ধব পিচ হিসেবে খ্যাতি আছে রাজকোটের সৌরাষ্ট্র স্টেডিয়ামের। শুরুতে ফিল্ডিং নেওয়ার কারণ হিসেবে রোহিত জানান, পরে শিশির একটা ‘ফ্যাক্টর’ হয়ে দাঁড়াতে পারে এই ম্যাচে। মাহমুদউল্লাহ রিয়াদও জানালেন, টস জিতলে তিনিও শুরুতে বোলিং নিতেন!

২০১৩ সালে রাজকোটের এই স্টেডিয়ামের অভিষেক ম্যাচটি জিতেছিল ভারত। সেই ম্যাচেও টস জিতে ফিল্ডিং নিয়েছিল স্বাগতিকরা। অস্ট্রেলিয়া আগে ব্যাট করে ২০১ রান সংগ্রহ করে। জবাবে ভারত ৬ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। যুবরাজ সিং খেলেন ৩৫ বলে সর্বোচ্চ ৭৭ রানের ইনিংস। আগের সুখস্মৃতি নিয়েই ব্যাটিং বান্ধব উইকেটে ফিল্ডিং নিলেন রোহিত শর্মা। 

রোহিতের মতো মাহমুদউল্লাহর জন্যেও আজকের ম্যাচটি মাইলফলকের। টি-টোয়েন্টিতে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে শততম ম্যাচ খেলতে নামছেন রোহিত। আর সংক্ষিপ্ত এই ফরম্যাটে আর দুটি ছক্কা মারলে প্রথম বাংলাদেশি হিসেবে ছক্কার হাফসেঞ্চুরি পূরণ হবে মাহমুদউল্লাহর।   

বাংলাদেশ একাদশ: লিটন দাস, সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন, আমিনুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, আল আমিন হোসেন, শফিউল ইসলাম।

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার, ঋষভ পান্ত, শিবম দুবে, ক্রুনাল পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, দীপক চাহার, খলিল আহমেদ।