ইডেনে কিংবদন্তিদের ‘ল্যাপ অব অনার’ (ভিডিও)

ল্যাপ অব অনারের সময় রাহুল দ্রাবিড়। দিবা-রাত্রির টেস্টের যুগে অবশেষে প্রবেশ করেছে বাংলাদেশ ও ভারত। ইডেন গার্ডেনসে এমন ঐতিহাসিক মুহূর্তটি স্মরণীয় করে রাখতে আয়োজনের কমতি রাখেনি পশ্চিমবঙ্গ ক্রিকেট অ্যাসোসিয়েশন (সিএবি)। প্রথম দিন চা বিরতির সময় পূর্বঘোষণা অনুযায়ী ‘ল্যাপ অব অনার’ দেওয়া হয় ভারতের কিংবদন্তি ক্রিকেটারদের।

এসময় শচীন টেন্ডুলকার থেকে শুরু করে সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিনকে দেখা যায় হাত নেড়ে বিশেষ গাড়িতে মাঠ প্রদক্ষিণ করতে। এসময় তাদের সঙ্গে ছিলেন- রাহুল দ্রাবিড়, কপিল দেব, অনিল কুম্বলে, কৃষ্ণমাচারি শ্রীকান্ত ও দিলীপ ভেংসরকার।ছিলেন ভারতের কয়েকজন নারী ক্রিকেটারও।

ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে টুইট করে দেওয়া হয়েছে ল্যাপ অব অনারের সেই ভিডিও। সেখানে লেখা ছিল, ‘ঐতিহাসিক মুহূর্তে ভারতের সাবেক ও বর্তমান তারকাদের ল্যাপ অব অনার দেওয়া হয়েছে ইডেন গার্ডেনসে।’