ইউরোতে একই গ্রুপে ফ্রান্স-জার্মানি-পর্তুগাল!

r635264_1296x729_16-9

বাছাই পর্বের পর ইউরোর মূল পর্বের লড়াইয়ে কঠিন গ্রুপে পড়েছে বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগাল। ‘এফ’ গ্রুপে তাদের সঙ্গী গতবারের রানার্স আপ ফ্রান্স, তিনবারের চ্যাম্পিয়ন জার্মানি ও প্লে অফ থেকে ‘এ’ গ্রুপ জয়ী। 

ইংল্যান্ড পড়েছে গ্রুপ ‘ডি’তে। তাদের গ্রুপে রয়েছে ক্রোয়েশিয়া ও চেক প্রজাতন্ত্র। রাশিয়া বিশ্বকাপের সেমিফাইনালেও ইংল্যান্ডের প্রতিপক্ষ ছিল ক্রোয়েশিয়া

রোমানিয়ায় শনিবার অনুষ্ঠেয় ড্রয়ের পর জানা গেলো, কোন গ্রুপে কে পড়েছে। বাছাইয়ে বাজে পারফরম্যান্সের কারণে তৃতীয় বাছাই হয়েছে পর্তুগাল। আবার ফ্রান্স দ্বিতীয় বাছাই।

রাশিয়া বিশ্বকাপে সুযোগ না পাওয়া ইতালি অবশ্য ইউরো বাছাইয়ে ছিল দুরন্ত ফর্মে। ১০টি ম্যাচের সবকটি জিতেই তারা জায়গা করে নিয়েছে চূড়ান্ত পর্বে। গ্রুপ এ’তে তাদের সঙ্গী সুইজারল্যান্ড, তুরস্ক ও ওয়েলস।

২০০৮ ও ২০১২ চ্যাম্পিয়ন স্পেন পড়েছে গ্রুপ ‘ই’ তে। সেখানে তাদের সঙ্গে খেলবে সুইডেন, পোল্যান্ড ও প্লে অফ থেকে বি গ্রুপের বিজয়ী।