ভুটানের কাছে হেরে শুরু বাংলাদেশের

78907890_571871026951039_3169845916404285440_nএসএ গেমস ফুটবলে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। সোনা জয়ের লক্ষ্য নিয়ে কাঠমান্ডু গেলেও প্রথম ম্যাচে হারের তিক্ত স্বাদ নিতে হয়েছে জামাল ভূঁইয়াদের। সোমবার ভুটানের কাছে বাংলাদেশ হেরেছে ১-০ গোলে।

কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে জামাল-রবিউলরা একাধিক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। লং বলে খেলার চেষ্টা সফল হয়নি তাদের। ১৫ মিনিটে রবিউল হাসানের বক্সের বাইরে থেকে নেওয়া শট ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। এর কিছুক্ষণ পর ভুটান অধিনায়ক চেনচো কঠিন অ্যাঙ্গেল থেকে লক্ষ্যে শট রাখতে ব্যর্থ হন।

গোলশূন্য ড্র দিয়ে শেষ হয় প্রথমার্ধ। বিরতির পর ভুটান সুযোগ পেয়ে কাঙ্ক্ষিত গোল পেয়ে যায়। ৬৪ মিনিটে অধিনায়ক চেনচো গেইলশন বক্সে ঢুকে আগুয়ান গোলকিপার আনিসুর রহমান জিকোর পাশ দিয়ে লক্ষ্যভেদ করেন।

গোল শোধ করতে বাংলাদেশ মরিয়া চেষ্টা করেছে কয়েকবার। তবে সুফিল-আরিফুলরা বদলি হিসেবে নেমেও দলের হার এড়াতে পারেননি। মঙ্গলবার দ্বিতীয় ম্যাচে মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ।