বাংলাদেশকে দ্বিতীয় সোনা এনে দিলেন আল আমিন

আল আমিন।

এসএ গেমসে সাফল্য আসছে একের পর এক। আগের দিন তায়কোয়ান্দোতে দিপু চাকমা বাংলাদেশের হয়ে প্রথম সোনা জিতেছিলেন। মঙ্গলবার গেমসে এসেছে দ্বিতীয় সোনা। কারাতে ডিসিপ্লিনে সোনা জিতেছেন মোহাম্মদ আল আমিন।

নেপালের কাঠমান্ডুতে কুমি ইভেন্টের ৬০ কেজি ওজন শ্রেণির ফাইনালে আল আমিন হারিয়েছেন পাকিস্তানের জাফরকে। ব্যবধান ছিল ৭-৩ পয়েন্ট। এর আগে তিনি সেমিফাইনালে নেপালের প্রতিযোগী রাজীব পোদাসানির বিপক্ষে জেতেন ৭-৪ পয়েন্টে।

এর আগে ২০১০ সালের ঢাকা এসএ গেমসে সর্বোচ্চ স্বর্ণপদক ছিল এই কারাতে ডিসিপ্লিনেই। বাংলাদেশ জেতে চারটি স্বর্ণপদক।

সোনা জিতে উচ্ছ্বসিত আল আমিন তার প্রতিক্রিয়ায় বলেন, ‘বাংলাদেশের হয়ে দ্বিতীয় সোনা এনে দিতে পারাটাকে আমি গৌরবের মনে করছি। আমার দেশের পতাকা বিদেশের মাটিতে উড়াতে পেরেছি। বাংলাদেশকে আরও উঁচুতে দেখতে চাই।’

আল আমিন এই পদক উৎসর্গ করেছেন তার বাবা-মাসহ সংশ্লিষ্ট সকলকে, ‘আমার পিতা-মাতাসহ সংশ্লিষ্ট সবাইকে এই পদক উৎসর্গ করছি। ভবিষ্যতে যেন দেশের পতাকা আরও উঁচুতে রাখতে পারি। সেই চেষ্টা করে যাবো।’